তোর জন্য কত মায়ারে (Tor Jonno Koto Maya Re) গানটি বাংলা ছায়াছবি সাইকো (PSYCHO) এর। ইমরান মাহমুদুল ও কনা গানটি গেয়েছেন । তোর জন্য কত মায়ারে (Tor Jonno Koto Maya Re) গানটি একটি রোমানটিক গান । গানটিতে অভিনয় করেছেন Ziaul Roshan ও Puja Cherry ।
Tor Jonno Koto Maya Re | PSYCHO | Imran Mahmudul | Kona
Song | Tor Jonno Koto Maya Re (তোর জন্য কত মায়ারে) |
Singer | Imran Mahmudul and Kona |
Lyrics | Kabir Bakul |
Album | PSYCHO |
Label | iTheatre |
Tor Jonno Koto Maya Re (তোর জন্য কত মায়ারে) Lyrics
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
তোকে ভেবে চোখ বুঝি
অনুভবে তোকে খুজি
দূরে গেলে কাছে খুজি তোর ছায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
কাছে তোর আসি যত প্রেমে পড়েছি তত
তোরি ভালোবাসায় আমি ডুবে মরেছি তত
কাছে তোর আসি যত প্রেমে পড়েছি তত
তোরি ভালোবাসায় আমি ডুবে মরেছি তত
ভাসিয়ে দিব জীবন তরী অথৈই
একটু যদি পাই তোরি সুখ ছোয়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
জ্যোনাকী দিশেহারা নিভে রাত্রী তারা
পৃথিবীতে আমি বড় একা তোকে যে ছাড়া
জ্যোনাকী দিশেহারা নিভে রাত্রী তারা
পৃথিবীতে আমি বড় একা তোকে যে ছাড়া
একটাই তো আমার রে তুই লক্ষ কোটি হাজারে
হৃদয় রাজ্যে তুই রাণী আমি রাজা রে
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
তোকে ভেবে চোখ বুঝি
অনুভবে তোকে খুজি
দূরে গেলে কাছে খুজি তোর ছায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
আহারে তোর জন্য কত মায়ারে
সবার আগে সকল প্রকার চাকুরির সার্কুলার পেতে ভিজিট করুন BD JOB CIRCULAR