National University Mistakes Idea | জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভুল ধারনা

অবসান হোক ভুল ধারণার😎

✍ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইনকোর্সের ২০ আর থিউরির ৮০ দুটা মিলে ৪০ পেলেই শিক্ষার্থীরা পাস করবে। ইনকোর্সে যদি কোনো শিক্ষার্থী কম পায় পেয়েও যদি কেউ তত্ত্বীয় পরীক্ষায় ৮০ নম্বরেরর মধ্যে ৪০ পায় সে পাস করবে।

তিনি বলেন, তবে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নূন্যতম তিন নম্বর পেতে হয়। এটি শিক্ষার্থীদের উপস্থিতির নম্বর। উপস্থিতিতে তিন না পেলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেন না। তবে ইনকোর্স পরীক্ষায় কোনো শিক্ষার্থী খারাপ করলেও সে যদি তত্ত্বীয় অংশ মিলে ৪০ পায় তবে সে পাস করবে।
~ NU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *