Breaking News

National University Mistakes Idea | জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভুল ধারনা

অবসান হোক ভুল ধারণার😎

✍ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইনকোর্সের ২০ আর থিউরির ৮০ দুটা মিলে ৪০ পেলেই শিক্ষার্থীরা পাস করবে। ইনকোর্সে যদি কোনো শিক্ষার্থী কম পায় পেয়েও যদি কেউ তত্ত্বীয় পরীক্ষায় ৮০ নম্বরেরর মধ্যে ৪০ পায় সে পাস করবে।

তিনি বলেন, তবে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নূন্যতম তিন নম্বর পেতে হয়। এটি শিক্ষার্থীদের উপস্থিতির নম্বর। উপস্থিতিতে তিন না পেলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেন না। তবে ইনকোর্স পরীক্ষায় কোনো শিক্ষার্থী খারাপ করলেও সে যদি তত্ত্বীয় অংশ মিলে ৪০ পায় তবে সে পাস করবে।
~ NU

About job

Check Also

প্রকৃতি-প্রত্যয় | বাংলা ব্যাকরণ | বাংলা জব প্রিপারেশন

প্রকৃতি-প্রত্যয় | বাংলা ব্যাকরণ | বাংলা জব প্রিপারেশন

প্রকৃতি-প্রত্যয় | বাংলা ব্যাকরণ | বাংলা জব প্রিপারেশনঃ প্রিয় পাঠক আশা করি ভালো আছেন। আজকে …

৬ষ্ঠ শ্রেণি, ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি, ৯ম শ্রেণি এবং ১০ম শ্রেণির বীজগণিতের সকল সুত্র সমূহঃ

বীজগণিতের সকল সূত্রসমূহ

বীজ গণিতের সকল সূত্র সমূহঃ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আজকে …

Leave a Reply

Your email address will not be published.