DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022

DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022

DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022: ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ এর ১৩ জুন 2022 তারিখের ৩১.০০.০০00.086.11.009.19.20১ নং স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসনের রাজস্ব শাখাসহ উপজেলা ভূমি অফিসসমূহের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022

প্রতিষ্ঠানের নাম: DC Office Coxsbazar (DCCOXSBAZAR)
সংক্ষিপ্ত নাম: DCCOXSBAZAR
আবেদন শুরুর তারিখ: 7 আগস্ট, 2022
আবেদনের শেষ তারিখ: 6 সেপ্টেম্বর, 2022
অবস্থা: চলমান
বিজ্ঞপ্তির নং: 05.20.2200.108.005.003.2022
ওয়েব লিংক: http://dccox.teletalk.com.bd/

DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022 অফিসিয়াল নোটিশ ২০২২

DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022
DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022
DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022
DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022
DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022
DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022
DC Office Coxsbazar (DCCOXSBAZAR) job circular 2022

আবেদনের শর্তাবলী
০১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;


০২। প্রার্থীর বয়সসীমা ০১-০৮-২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নহে;


০৩। অসত্য/ভুল তথ্য সংবলিত/ ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরেও অসত্য/ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে;


০৪। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পুরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, 2021 অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;


০৫। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে;

০৬। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না;

০৭। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন / পরিবর্ধন/পরিমার্জন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন;


০৮। উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় এবং লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে;


০৯। মৌখিক পরীক্ষার সময় নিন্মোক্ত সকল প্রকার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে;
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে);
খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
ঘ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতা অথবা পিতা/মাতার পিতা/মাতা এর মুক্তিযোদ্ধা সনদপত্র;
ঙ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
চ) এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র; ছ) প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নাম: DC Office Coxsbazar (DCCOXSBAZAR)

সংক্ষিপ্ত নাম: DCCOXSBAZAR

তিনি মুঘল আমলে কক্সবাজারের ইতিহাস শুরু করেন। বর্তমান কক্সবাজার থেকে আরাকান রাজ্যে যাওয়ার পথে প্রদেশের শাসক (প্রিন্স শাহ সুজা) এই অঞ্চলের পাহাড় ও সমুদ্রের সম্মিলিত সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তিনি তার সেনা-সামন্তকে এখানে একটি ক্যাম্প স্থাপন করতে বলেন। সঙ্গে সঙ্গে এক হাজার পালকিসহ তার সেনা-সামন্ত এখানে সংঘটিত হয়। এক হাজার ধুলি (পালকি) অনুসারে এর নামও ছিল ডুলাহাজারা, যা এখন চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন। মুঘল আমলের পর এই অঞ্চলটি ত্রিপুরা ও আরাকান রাজ্যের অধীনে ছিল। তারপর পর্তুগিজরা কিছুকাল এই অঞ্চল শাসন করে। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্সকে এই অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন যা ‘কক্স সাহেব বাজার এবং পরে কক্সবাজার নামে পরিচিত।http://www.coxsbazar.gov.bd/en

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *