৬৮ পদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি | coxda job circular 2022: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ৬৮টি শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Coxsbazar Development Authority Job Circular
শুন্য পদসমূহের নাম ও সংখ্যা:
- উপপরিচালক (এস্টেট ও ভূমি) – ০১টি।
উপপরিচালক (প্রশাসন) – ০১টি।
উপপরিচালক (অর্থ ও হিসাব) – ০১টি।
নির্বাহী প্রকৌশলী – ০২টি।
অথরাইজড অফিসার – ০১টি।
উপ নগর পরিকল্পনাবিদ – ০১টি।
উপ নগর স্থপতি – ০১টি।
সহকারী পরিচালক (ভূমি) – ০১টি।
সহকারী অথরাইজড অফিসার – ০১টি।
সহকারী প্রোগ্রামার – ০১টি।
সহকারী নগর পরিকল্পনাবিদ – ০৩টি।
সহকারী নগর স্থপতি – ০১টি।
প্রশাসনিক কর্মকর্তা – ০১টি।
উপসহকারী প্রকৌশলী – ০৬টি।
সহকারী গবেষণাবিদ – ০১টি।
প্রাক্কলিক – ০২টি।
ইমারত পরিদর্শক – ০৩টি।
উপসহকারী স্থপতি – ০১টি।
জিআইএস অপারেটর – ০২টি।
হিসাবরক্ষক – ০১টি।
ক্রয় অফিসার – ০১টি।
মার্কেট সুপার – ০১টি।
নকশাকার – ০৪টি।
সুপারভাইজার – ০১টি।
সার্ভেয়ার – ০৪টি।
হিসাব সহকারী – ০১টি।
সহকারী সুপারভাইজার – ০১টি।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৫টি।
বেঞ্চ সহকারী – ০১টি।
মেকানিক – ০১টি।
স্পিড বোট ড্রাইভার – ০১টি।
সেনেটারি মিস্ত্রি – ০১টি।
কাঠ মিস্ত্রি – ০১টি।
ইলেকট্রিক মিস্ত্রি – ০১টি।
ড্রাইভার (ভারী) – ০২টি।
৬৮ পদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি | coxda job circular 2022
আবেদন শুরুর সময় : ৩০ আগষ্ট ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://coxda.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…




coxda job circular 2022
প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে আপনারা উপকৃত হবেন। আমরা চেস্টা করেছি সবকিছু সঠিকভাবে দেওয়ার জন্য। এছাড়া আমরা এখানে প্রতিনিয়ত সকল সরকারি বেসরকারি চাকরীর বিজ্ঞপ্তি দিয়ে থাকি। আশা করি আপনি আমাদের সাথেই থাকেবেন। ধন্যবাদ আপনাকে।