BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে।
কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
- ২২৪
- ২১৭
- ২৪৮
- ১৮
একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
- শূন্য
- ৪০০
- ২৫৬
- ১৪৪
চতুর্ভুজের চার কোণের অণুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
- ১১৫
- ১০০
- ২২৫
- ১৩৫
রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
- 21 দিন
- 7 দিন
- 18 দিন
- 3 দিন
৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ?
- ১/২
- ১/৪
- ১/১৬
- ১/৮
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
- ৪৮
- ৫১২
- ১০২৪
- ২০৪৮
টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
- ৩১%
- ৫০%
- ৩০%
- ৩৩%
f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
- f(1) = 3
- f(0) = 1
- f(-1) = 3
- f(1) = 1
একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
- ২ জন
- ৩ জন
- ৫ জন
- ৪ জন
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
- ৩০,০০০ টাকা
- ৩৫,০০০ টাকা
- ২৫,০০০ টাকা
- ২০,০০০ টাকা
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?নী
- ৩/৫
- ৯/২০
- ১১/১৫
- ১১/৩০
৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
- ৮:২২:৩০
- ১২:২০: ২৮
- ১০:২০:৩০
- ৯:২১:৩০
৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
- ৪৮.০কিলোগ্রাম
- ৯.৬ কিলোগ্রাম
- ১১.০ কিলোগ্রাম
- ৫৬.০ কিলোগ্রাম
৪০ সংখ্যাটি হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
- a+৪০=১১
- a=৪০+১
- a+১১=৪০
- a=৪০+১১
1^2+2^2+3^2+……….+x^2 এর মান কত
- { x(x+1)(2x+1)}/6
- {x(x+1)/2}^2
- x
- x(x+1)/2
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, …………, ৩, ১
- ৬
- ৯
- ১৫
- ১২
f(x)=x^3-2x+10 হলে f(0) কত?
- 1
- 5
- 8
- 10
যদি (64)2/3 + (625)1/2-3h হয় তবে h এর মান কত?
- 12 2/5
- 9 2/3
- 13 2/3
- 11 1/3
যদি a+b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত?
- -3,4
- 0,2
- 1,1
- -1,3
(4x^2-16) এবং 6x^2+24x+24 এর গসাগু-
- x+4
- x-2
- x+2
- 2(x+2)