BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে। আজ মডেল টেষ্ট ৩ আপলোড দেয়া হয়েছে। প্রতিদিন একটি করে মডেল টেষ্ট নিয়মিত আপলোড দেয়া হবে।
ইন্টারনেট চালু হয় –
- ১৯৮১
- ১৯৬৯
- ১৯৫৯
- ১৯৬৫
আল্ট্রাসনোগ্রাফী কী?
- ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
- শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
- শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ
- নতুন ধরনের এক্সরে
‘গ্যালিলিও’ কী?
- বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
- শনি গ্রহের একটি উপগ্রহ
- মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
- পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
পিসিকালচার- বলতে কী বোঝায়?
- মৎস্য চাষ
- মৌমাছি পালন
- হাঁস-মুরগি পালন
- রেশম চাষ
উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে;কারণ উচ্চ পর্বত চূড়ায় –
- ঠান্ডা বেশি
- অক্সিজেন কম
- বায়ুর চাপ বেশি
- বায়ুর চাপ কম
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?
- অ্যাপল, ১৯৭৭
- কমপ্যাক, ১৯৮৫
- আইবিএম, ১৯৮৩
- এপসন, ১৯৮১
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
- শূন্যতায়
- লোহা
- পানি
- বাতাস
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক –
- কম হয়
- কোনটিই নয়
- টিকে থাকে
- বেশি হয়
ল্যাপটপ কী?
- বাদ্যযন্ত্র
- ছোট কম্পিউটার
- ছোট কুকুর
- পর্বতারোহণ সামগ্রী
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-.
- সবুজ সার
- ইউরিয়া
- পটাস
- টিএসপি
কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- লুইপাস্তুর
- ডারউইন
- ল্যাভয়েসিয়ে
- প্রিস্টলী
ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়?
- বিদ্যুৎ
- চুম্বক
- কিছু হয় না
- তাপ
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
- স্নো লোরিস
- গণ্ডার
- রাজ কাঁকড়া
- পিপীলিকাভুক ম্যানিস
কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
- তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
- কম্পিউটার তৈরির নক্সা
- যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
- এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
চুম্বকে পরিণত করা যায় –
- তামা
- ইস্পাত
- স্বর্ণ
- পিতল
টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
- ৩
- ২
- ৪
- ১
রক্তে হিমোগ্লোবিনের কাজ –
- রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
- উল্লেখিত সবকয়টিই
- অক্সিজেন পরিবহন করা
- রোগ প্রতিরোধ করা
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
- মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
- মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
- মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
- মাটির পাত্র তাপ কুপরিবাহী
আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
- সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
- মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
- মেঘ উত্তম তাপ পরিবাহক
- বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
- প্রাকৃতিক গ্যাস
- পরামাণু শক্তি
- কয়লা
- পেট্রোল