BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য গণিত বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে।
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ৮৯
- ১৭০
- ২৪৮
- ১৪১
x + y = 2, x^2 + y^2 = 4 হলে x^3 + y^3 = কত?
- 8
- 25
- 9
- 16
বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
- ৪৫৮ টাকা
- ৭০০ টাকা
- ৬৫০ টাকা
- ৭২৫ টাকা
‘ক’ ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে, ক , খ, ও গ এর মানের গড় কত হবে?
- ৯
- ১২
- ১০
- ৬
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
- ২৪
- ৭৫
- ৪৮
- ৪৫
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
- ১৫৬বঃফুঃ
- ১৬৪বঃফুঃ
- ২১৮ বঃ ফুঃ
- ১২৮ বঃ ফুঃ
১,৩,৬,১০,১৫,২১,……… ধারাতির ১০ম পদ-
- ৫৫
- ৪৫
- ৬২
- ৬৫
যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নীচের কোনটি A ∩ B নির্দেশ করবে ?
- {3, 5, 15, 18, 20, 30}
- {5, 15, 20}
- কোনটিই নয়
- {3, 18, 30}
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
- ১০০ কেজি
- ৮০ কেজি
- ৫০ কেজি
- ৬০ কেজি
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
- ২৭০০
- ৩৬০০
- ৫৪০০
- ১৮০০
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
- ৩৭.৫ কি: মিঃ
- ২৪.৫ কি: মিঃ
- ৪৫.০ কি: মিঃ
- ৪২.০ কি: মিঃ
যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
- ১১%
- ১৬%
- ৯%
- ২০%
0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
- 2987
- 3147
- 2287
- 2187
১.১, .০১ ও .০০১১ -এর সমষ্টি কত?
- ১.১০১১১
- ১.১১১১
- ১১.১১০১
- ০.০১১১১
ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
- ক এর চাচা চ
- ক এর মামা চ
- চ এর নানা ক
- ক এর খালু চ
1+2+3+4+……..99 = কত?
- ৪৯৫০
- ৪৬৫০
- ৪৭৫০
- ৪৪৫০
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
- ১১২, ১৪৮
- ১৪৪, ২০৪
- ১৪৪, ২০৮
- ১০৮, ১৪৪
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
- ২.০৫৭৩৪
- ০.০২০৫৭৩৪
- ২০.৫৭৩৪৪০
- ০.০২৫৭৩৪
৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
- ৫
- ৪
- ৩
- ৬
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
- ২৪
- ১২
- ৩২
- ১৬