Breaking News

স্কয়ার টেক্সটাইলে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

স্কয়ার টেক্সটাইলে চাকরি, বয়স ৪৫ হলেও চলবে

স্কয়ার টেক্সটাইল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এরমধ্যে ওয়েভ বিজনেস বিষয়ে জানাশোনা থাকতে হবে। বয়সসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। https://hotjobs.bdjobs.com/jobs/squaretex/squaretex128.htm । অথবা সিভি পাঠান এই career.stxl@squaregroup.com এই ঠিকানায়। তবে ইমেইলে আবেদনপত্র পাঠালে সাবজেক্ট বক্সে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২১ আগস্ট, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

About job

Check Also

Akij Group of company Job Circular 2022 | আকিজ স্টীল মিলস গ্রুপে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

Akij Group of company Job Circular 2022 | আকিজ স্টীল মিলস গ্রুপে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

Akij Group of company Job Circular 2022 | আকিজ স্টীল মিলস গ্রুপে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ঃ …

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ২০২২-Ministry of Science and Technology Job Circular 2022

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ২০২২-Ministry of Science and Technology Job Circular 2022

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ২০২২-Ministry of Science and Technology Job Circular 2022: ০৩ টি …

Leave a Reply

Your email address will not be published.