Office of The Registrar General, Birth and Death Registration (ORGBDR) job circular 2022: স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্টার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে (http://ongbdr.teletalk.com.bd ওয়েবসাইটে) পুরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হইবে না।
রেজিস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Office of The Registrar General, Birth and Death Registration (ORGBDR) job circular 2022
প্রতিষ্ঠানের নাম: Office of The Registrar General, Birth and Death Registration (ORGBDR)
সংক্ষিপ্ত নাম: ORGBDR
আবেদন শুরুর তারিখ: 18 জুলাই, 2022
আবেদনের শেষ তারিখ: 14 আগস্ট, 2022
অবস্থা: চলমান
বিজ্ঞপ্তির নং: 46.04.0000.101.11.001(part-2).20.600
ওয়েব লিংক: http://orgbdr.teletalk.com.bd/
রেজিস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022




SMS প্রেরণের নিয়মাবলীর প্রান Online আবেদনপত্র (Application Form) কাবে পূরণ করিয়া নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করি আবেদনপত্র Submit সম্পন্ন হইলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাইবে। Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো। সম্পূর্ণ সাধ্য খোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকিলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করিতে পারিবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন।
পরিমার্জন, পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকিবে এবং User ID নম্বর ব্যবহার করিয়া প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা টিকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২৯/- (একশত বার) টাকা Teletalk pre-paid mobile মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া submit করা হইলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হইবে না”।