একাধিক পদে যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি | Jamuna Group Job Circular 2022: সম্প্রতি যমুনা গ্রুপে বিশাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা অনেকেই যমুনা গ্রুপ এ চাকরি করতে আগ্রহী কারন যমুনা গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি স্বনাম ধন্য গ্রুপ। তাই যারা নতুন সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য শুখবর। নিচে আমরা আজকের বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনের বয়স, আবেদন শুরুর তারিখ, আবেদনের শেশগ তারিখ ইত্যাদি বিষয়সহ আলোচনা করা হয়েছে।
যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সার্কুলার
যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি গ্রুপ। এই গ্রপে বাংলাদেশের শত শত লোক কর্মে নিয়োজিত রয়েছে। তাই যমুনা গ্রুপ কে ফেলে দেওয়ার মতো না।
যমুনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কোম্পানির নামঃ যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি লিমিটেড পদের নামঃ নিচে ইমেজ দেখুন পদ সংখ্যাঃ ০৪ টি শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি দেখুন বয়সঃ ২৫ – ৪০ ( পদ ভেদে ভিন্ন ভিন্ন) অভিজ্ঞতাঃ ৫-১০ বছর ( পদ ভেদে ভিন্ন ভিন্ন) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২৭/০৭/২০২২ আবেদনের শেষ তারিখঃ বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিন
কোমপানির নাম: | যমুনা গ্রুপ | Jamuna Group |
চাকুরি স্থান: | ঢাকা। |
মোট শূন্যপদ: | ৪টি |
চাকরীর ধরন: | ফুল টাইম চাকরি। |
চাকুরীর বিভাগ: | বেসরকারি কম্পানির চাকরি । |
লিঙ্গ: | পুরুষ এবং মহিলা উভয় আবেদন করার অনুমতি দেওয়া হয়. |
বেতন: | প্রতিমাসে ২২,৪৯০ টাকা |
অন্যান্য লাভ: | কোম্পানির নীতি অনুযায়ী গ্রহন করবে। |
আবেদন প্রকাশের তারিখ | ২৭ এবং ৩১ জুলাই ২০২২। |
আবেদন পাঠাবার শেষ তারিখ: | ৪ এবং ১৪ আগস্ট ২০২২। |
কিভাবে আবেদন করতে হবে | নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন |
সরকারী ওয়েবসাইট | jamunagroup.com.bd |
১। পদের নামঃ হেড অব ট্রান্সপোর্ট
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অটোমোবাইল/ পাওয়ার/ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাসহ কোন বৃহৎ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ট্রান্সপোর্ট ইনচার্জ হিসাবে ট্রান্সপোর্ট বিভাগ পরিচালনা ও হালকা/ভারী যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং উহার খুচরা যন্ত্রাংশ সম্বন্ধে ১০ (দশ) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ গাড়ীর ড্রাইভারদের পরিচালনায় সক্ষম থাকতে হবে।
বয়সঃ কমপক্ষে ৪০ বৎসর।
২। পদের নামঃ ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাসহ কোন বৃহৎ গ্রুপ অব
অটোমোবাইল/ পাওয়ার/ম্যাকানিক্যাল ইন্ডাস্ট্রিজে ‘ট্রান্সপোর্ট ওয়ার্কশপ ইনচার্জ হিসাবে ট্রান্সপোর্ট ওয়ার্কশপ পরিচালনা এবং হালকা/ভারী যানবাহনের রক্ষণাবেক্ষণ (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল) কাজের ০৮ (আট) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ কমপক্ষে ৩৫ বৎসর।
৩। পদের নামঃ ট্রান্সপোর্ট মেকানিক (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ মেকানিক্যাল অথবা ইলেকটিক্যাল ট্রেড কোর্স / সার্টিফিকেট কোর্স পাশসহ কোন ট্রান্সপোর্ট ওয়ার্কশপে গাড়ীর মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণে ০৫ (পাঁচ) বৎসর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ কমপক্ষে ২৫ বৎসর।
০১ এবং ০২নং পদের ক্ষেত্রে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। আগ্রহী প্রার্থীগণকে ০৩ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স-এর ফটোকপিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত আগামী ০৭ (সাত) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হল। খামের উপরে প্রার্থিত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান – যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল সার্কুলার। নিম্মে দেওয়া হলো।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ জুলাই ২০২২
আবেদনের শেষ তারিখ: 4 আগস্ট 2022


আবেদনের শেষ তারিখঃ প্রকাশের তারিখ হতে ১৪ই আগস্ট ২০২২ এং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
যমুনা গ্রুপ লিমিটেড চাকরির বিজ্ঞপ্তি যমুনা গ্রুপ লিমিটেড চাকরির বিজ্ঞপ্তি 2022 এবং চাকরির বিজ্ঞপ্তির খবর আমাদের ওয়েবসাইট https://jobpreparations.com/-এ পাওয়া যাচ্ছে। আমরা যমুনা গ্রুপের চাকরির বিজ্ঞপ্তি 2022 সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করেছি। আমরা আমাদের https://jobpreparations.com/-এ সব ধরনের বিডি চাকরির সার্কুলার প্রকাশ করেছি। যেমন, যমুনা চাকরির বিজ্ঞপ্তি 2022, বাংলাদেশে নতুন কোম্পানির চাকরি, বাংলাদেশে সাম্প্রতিক ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি , এনজিও চাকরি, কোম্পানির চাকরি, ঢাকা চাকরি, বিডি চাকরির আজকের খবর এবং সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022। আপনি যদি প্রতিদিন আরও সর্বশেষ বিডি চাকরির সার্কুলার পেতে চান তবে নিয়মিত আমাদের https://jobpreparations.com/ ওয়েবসাইট দেখুন।