- BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে। আজ মডেল টেষ্ট আপলোড দেয়া হয়েছে। প্রতিদিন একটি করে মডেল টেষ্ট নিয়মিত আপলোড দেয়া হবে।
বিসিএস প্রিপারেশন বাংলা | BCS Preparations Science
- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
- শূন্যতায়
- পানি
- বাতাস
- লোহা
- উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
- পটাসিয়ামের
- ইউরিয়ার
- ফসফরাসের
- নাইট্রোজেনের
- কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয়
- তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
- এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
- কম্পিউটার তৈরির নক্সা
- যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
- সুষম খাদ্যের উপাদান কয়টি?
- ৮ টি
- ৫ টি
- ৬ টি
- ৪ টি
- পারমাণবিক চুল্লিতে কোন্ মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
- পেট্রোলিয়াম
- ইউরেনিয়াম-২৩৫
- অক্সিজেন
- হাইড্রোজেন
- কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
- প্রতিফলন
- প্রতিসরণ
- প্রতিসরাঙ্ক
- প্রতিধ্বনি
- বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
- পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
- ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
- মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে
- সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে
- ফল পাকানোর জন্য দায়ী কী?
- লাইকোপেন
- ইথিলিন
- মিথিলিন
- প্রপিন
- কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ?
- সালফার
- পটাশিয়াম
- নাইট্রোজেন
- দস্তা
- সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
- ৭২ সেমি
- ৭৬ সেমি
- ৭৭ সেমি
- ৭৫ সেমি
- অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
- ইনসুলিন
- পেনিসিলিন
- পোলিক এসিড
- এমিনো এসিড
- কোনটি বায়ুর উপাদান নহে?
- ফসফরাস
- নাইট্রোজেন
- হাইড্রোজেন
- কার্বন
- ইউরিয়া সারের কাঁচামাল
- মিথেন গ্যাস
- ক্লিংকার
- অপরিশোধিত তেল
- এমোনিয়া
- নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ?
- নেফ্রেন
- মাস্ট সেল
- নিউরন
- থাইমাস
- সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
- ১০ নিউটন
- ২৭ কি মি
- ৫ কি মি
- ১০ কি মি
- হাড় ও দাঁত কে মজবুত করে-
- ফসফরাস
- ম্যাগনেসিয়াম
- আয়রন
- আয়োডিন
- বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
- পাশাপাশি দুটো দাঁতের দাগ
- অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
- ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
- ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
- মুক্তা হলো ঝিনুকের-
- চোখের মণি
- প্রদাহের ফল
- খোলসের টুকরা
- জমাট হরমোন
- স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু –
- ইউরেনিয়াম
- লিথিয়াম
- জারমেনিউম
- পারদ
- Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
- শেলী
- মলি
- নেলী
- ডলি