বিসিএস ক্যাডারের বেতন | BCS Cadre Salary in Bangladesh: লোকজনের বিসিএস ক্যাডারের বেতন নিয়ে মাতামাতি দেখে মনে হয় নব নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডারের বেতন মাসে লক্ষাধিক টাকা। সত্যিই কি তাই? একজন বিসিএস ক্যাডারের বেতন মাসে কত হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক একজন নব নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডারের বেতন মাসে কত টাকা পান।
১। একজন বিসিএস ক্যাডারের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২০০০ টাকা মূল বেতনের বিসিএস ক্যাডাররা চাকরিতে যোগদান করে থাকেন। নবম গ্রেডে কোন বিসিএস ক্যাডার নিয়োগ হলে তিনি একটি ইনক্রিমেন্ট (মূল বেতনের ৫%) নিয়ে কর্মক্ষেত্রে যোগদান করেন। যে তুমি বিসিএস ক্যাডাররা নবম গ্রেড থেকে নিয়োগ হয়ে থাকেন; সে ক্ষেত্রে একজন বিসিএস ক্যাডারের বেতন ২৩১০০ টাকা।
২। আপনার নিয়োগ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় হলে মূল বেতনের ৫৫% হারে ন্যুনতম ৯৬০০ টাকা দেওয়া হবে। এছাড়া যদি সিটি করপোরেশন ও সাভার পৌর এলাকায় নিয়োগ হয় তাহলে মূল বেতনের ৪৫% হারে ন্যুনতম ৮০০০ টাকা বেতন হিসাবে ধরা হবে। এগুলোর বাইরে বাড়ি ভাড়া বাবদ অন্যান্য জেলা বা উপজেলায় আপনার নিয়োগ হলে মূল বেতনের ৪০% হারে ন্যুনতম ৭০০০ টাকা দেওয়া হবে।
৩। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরকারি চাকরীতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেক মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।
৪। সকল কর্মকর্তার প্রতি মাসে শিশু ভাতা পাবেন এক সন্তানের জন্য ৫০০ টাকা বা দুই সন্তানের জন্য ১০০০ টাকা। আপনার যত বেশি সন্তান থাকুক না কেন আপনি সর্বোচ্চ ১০০০ টাকাই পাবেন। আপনার যদি কোন সন্তান না থাকে তাহলে এই ভাতা পাবেন না।
একজন বিসিএস ক্যাডারের বেতন কত? BCS Cadre Salary in Bangladesh

মোট বেতন হিসাব
আপনার নিয়োগ ঢাকা সিটি করপোরেশনে হলে আপনার মোট বেতন হবে (২৩১০০+১২৭০৫+১৫০০+প্রযোজ্য শিশু শিক্ষা ভাতা) টাকা।
আপনার নিয়োগ অন্যান্য সিটি করপোরেশন ও সাভার পৌর এলাকায় হলে আপনার মোট বেতন হবে (২৩১০০+১০৩৯৫+১৫০০+প্রযোজ্য শিশু শিক্ষা ভাতা) টাকা।
আপনার নিয়োগ অন্যান্য এলাকায় হলে আপনার মোট বেতন হবে ((২৩১০০+৯২৪০+১৫০০+প্রযোজ্য শিশু শিক্ষা ভাতা) টাকা।
এবার আসি কর্তনের প্রসঙ্গে, আপনি চাইলে এই মোট বেতন থেকে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) বাবদ মূল বেতনের কমপক্ষে ৫% (সর্বোচ্চ ২৫%)কাটাতে পারবেন। এখানে জমিয়ে রাখা টাকার উপর ১৩% হারে লাভ প্রদান করা হবে), কল্যাণ তহবিলে সম্ভবত ১০০ টাকা ও আয়কর বাবদ কিছু টাকা কর্তন করার সুযোগ রয়েছে। এর পর বাদবাকি যে টাকা থাকবে সেটাই হবে আপনার মাসিক নীট বেতন।
এছাড়া ক্যাডারভেদে অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিসিএস ক্যাডার চয়েস নিয়ে একটা পরিপূর্ণ পোষ্ট আছে আমাদের ওয়েবসাইটে। সেই পোষ্টে কোন ক্যাডারের কেমন সুযোগ-সুবিধা আছে সেগুলো উল্লেখ করা হয়েছে। চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।
বর্তমানে আপনি বিসিএস থেকে সরকারি বেতন কাঠামোর নবম গ্রেডে জয়েন করতে পারবেন। অর্থাৎ বিসিএস ক্যাডারের বেতন (বেসিক) হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা। যদিও বিসিএস ক্যাডারে জয়েন হওয়ার সাথে সাথে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে ১১০০ টাকার। আর যাদের সরকার নিবন্ধন প্রয়োজন হয় যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের জন্য অতিরিক্ত আরেকটি ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে।
সুযোগ-সুবিধার কথা বলতে গেলে এক একজন ক্যাডারের জন্য একেক রকম হয়ে থাকে। সুযোগ সুবিধার মধ্যে কেউ একজন বিসিএস ক্যাডারের বেতন নির্ধারিত হয়ে থাকে অনেক ক্ষেত্রে। স্বাভাবিক ভাবেই যেই বিসিএস ক্যাডারের সুযোগ-সুবিধা বেশি ঐ বিসিএস ক্যাডারের বেতন ও কিছুটা বেশি হয়ে থাকে। যেমন হেলথ সেক্টর এ অন্যতম বড় একটি সুবিধা আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন।
অর্থাৎ মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত উপার্জনের সুযোগ রয়েছে। কিন্তু সরকারি সুবিধা প্রায় নেই বললেই চলে। বাসস্থান, যাতায়ত, ভ্রমণ ভাতাগুলো হেলথ সেক্টর এ পেতে অনেক ঝামেলা হয়ে থাকে। নিরাপত্তা একদমই নেই বলা চলে। এমনকি তীব্র কাজের চাপ, পদোন্নতির অনেক অভাব ,বছরের পর বছর ধরে গ্রামে পড়ে থাকতে হয়, বদলি বানিজ্য, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৌরাত্ম , সর্বোপরি একটাই কথা অসহযোগিতামূলক মন্ত্রণালয়।
বিসিএস ক্যাডারদের বেতন নিয়ে FAQ (Frequently Asked Questions)
প্রশ্ন : বিসিএস প্রশাসন ক্যাডারের বেতন? How much is BCS admin cadre salary?
উত্তর : একজন বিসিএস প্রশাসন ক্যাডারের বেতন (মূল বেতন বা বেসিক) ২৩,১০০ টাকা । এর সাথে বাকি সুযোগ সুবিধা মিলে শুরুতে বেতন কেমন হতে পারে সেটা উপরের চার্ট দেখে বুঝতে পারবেন।
প্রশ্ন : বিসিএস শিক্ষা ক্যাডারের বেতন কত? What is the BCS education cadre salary structure?
উত্তর : আমাদের সমাজে শিক্ষা ক্যাডার তেমন জনপ্রিয় না হলেও একজন শিক্ষা ক্যাডারের বেতন কিন্তু একজন প্রশাসন, পুলিশ বা পররাষ্ট্র ক্যাডারের চেয়ে কোনো অংশে কম নয় বরং বেশিও হতে পারে শুরুতে। একটি বা দুইটি ইনক্রিমেন্টসহ বেতন স্কেল হবে ২৩,১০০ বা ২৪,২৬০ টাকা। এর সাথে অন্যান্য ভাতা মিলে কত হবে সেটা উপরের চার্টে উল্লেখ আছে। যদি তার অনার্স ও মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি থাকে তাহলে তিনি একটি ইনক্রিমেন্ট পাবেন। অনার্স বা মাস্টার্সে প্রথম শ্রেণি থাকলে তিনি ২টি ইনক্রিমেন্টসহ মূল বেতন পাবেন ২৪,২৬০ টাকা।
প্রশ্ন : বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বেতন? How much is BCS doctor salary in Bangladesh?
উত্তর : একজন বিসিএস ডাক্তারের বেতন হবে বাকিদের মতোই। তিনি ৩টি ইনক্রিমেন্ট পেলে তার মূল বেতন হবে ২৫,০০০ টাকা।
প্রশ্ন : ইউএনও এর বেতন কত?
উত্তর : একজন ইউএনও জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে বেতন পান। ৬ষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫,৫০০ টাকা এবং এর সাথে অন্যান্য সুবিধা, ভাতা যোগ হবে। প্রতি বছর ৫% increment পেলে মূল বেতন ৩৫,৫০০ থেকে বৃদ্ধি পাবে। একজন ইউএনও কিন্তু গাড়ির সুবিধা পান এটাও মাথায় রাখতে হবে। প্রশাসনিক ক্ষমতা ও সামাজিক মর্যাদা তো আছেই।
প্রশ্ন : বিসিএস পররাষ্ট্র ক্যাডারের বেতন কত? How much is BCS foreign cadre salary?
উত্তর : একই স্কেলে বেতন পাবেন তিনি। মূল বেতন হবে একটি ইনক্রিমেন্টসহ ২৩,১০০ টাকা যেহেতু এটি টেকনিকাল ক্যাডার না।
প্রশ্ন : বিসিএস ক্যাডারদের মোট বেতন কত? What is the gross salary for BCS cadre Bangladesh?
উত্তর : উপরের চার্ট দেখুন।
প্রশ্ন : বিসিএস ক্যাডারদের প্রারম্ভিক বা শুরুতে বেতন কত? What is the initial salary scale of BCS cadre?
উত্তর : উপরের চার্ট দেখুন। টেকনিকাল ক্যাডার হলে ২টি ইনক্রিমেন্ট পেতে পারেন যদি রেজাল্ট চাহিদা পূরণ করে। এমনকি ৩টি ইনক্রিমেন্টও পাওয়া যেতে পারে।
প্রশ্ন : এই বেতন দিয়ে কি সংসার চলবে?
উত্তর : এটা আসলে আপেক্ষিক প্রশ্ন। কারও লাখ টাকা দিয়ে হয় না আবার কারও এই টাকা দিয়েও দিব্যি চলে যায়। আপনার যদি ফ্যামিলি ব্যাকাপ থাকে বা স্বামী বা স্ত্রীর উপার্জন থাকে তাহলে হবে সেটা হবে বাড়তি সুবিধা। বিসিএস ক্যাডার হলে বৈধভাবে অর্জন করলে বিলাসী জীবন যাপন করতে পারবেন না তবে খুব খারাপও থাকবেন না আশা করা যায়।
প্রশ্ন : প্রাইভেটে বা বেসরকারি চাকরিতে বেতন অনেক বেশি সেখানে জয়েন করব?
উত্তর : বিসিএস ক্যাডার হওয়ার অন্যতম একটি কারণ জব সিকিউরিটি। বেতন আহামরি কিছু না হলেও জব সিকিউরিটি আছে যেটা বিভিন্ন প্ল্যানিং করতে সহয়তা করবে। প্রাইভেটে জব সিকিউরিটির অভাব এবং কাজের মাত্রারিক্ত প্রেসার অনেকের জন্য উপযুক্ত নয় তবে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ ক্যাডারেও কিন্তু রয়েছে আকাশসম কাজের চাপ। তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার জন্য কোনটা উপযুক্ত। যারা টেকনিকাল বিষয়ে পড়ালেখা করেছেন তাদের জব সিকিউরিটি অবশ্য অন্যদের চেয়ে বেশি। সব কিছু বিবেচনা করে বেশিরভাগ তরুণদের কাছে বর্তমান সময়ে সরকারি চাকরি বেসরকারি চাকরির চেয়ে অনেক বেশি জনপ্রিয় যদি তিনি বাংলাদেশে থাকতে চান।
প্রশ্ন : ৯ম গ্রেডের বাকি প্রথম শ্রেণির নন ক্যাডার কর্মকর্তারা কি বিসিএস ক্যাডারদের মতো শুরুতে একটি ইনক্রিমেন্ট পান?
উত্তর : না, তারা মূল বেতন ২২,০০০ টাকা পান এবং এর সাথে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যুক্ত হবে।
আমাদের আজকের পোস্টে বিসিএস ক্যাডারের বেতন নিয়ে আলোচনা করা হয়েছে। পোষ্টটি আপনার উপকারে এসে থাকলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
Related keyword: বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার কি, বিসিএস ক্যাডার কয়টি ও কি কি, বিসিএস, বিসিএস ক্যাডার চয়েস লিস্ট, বিসিএস সিলেবাস, বিসিএস ক্যাডারের বেতন, বিসিএস ক্যাডার বেতন, বিসিএস ক্যাডার তালিকা, বিসিএস ক্যাডার কয়টি, বিসিএস ক্যাডার সমূহ, বিসিএস এর ক্যাডার সমূহ, how many bcs cadre in bangladesh, স্বপ্ন বিসিএস ক্যাডার pdf, how many cadre in bcs, foreign cadre bcs, when bcs exam start, bcs cadre vs non cadre, বিসিএস এ ক্যাডার সংখ্যা কত.