বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তর

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তর

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তরঃ প্রিয় পাঠক,  আসসালামু  আলাইকুম।  আশা করি  আল্লাহর রহমতে ভালই আছেন। আপনাকে স্বাগতম আমাদের https://jobpreparations.com/ ওয়েবসাইটে।  আমরা আমাদের ওয়েবসাইটে মূলত শিক্ষা মূলক পোস্ট করে থাকি এবং  বিভিন্ন চাকরির প্রস্তুতি এবং নিউজ বিষয়ে পোষ্ট করি । আজকে আমরা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় কয়টি, বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তর এবং বাংলা ব্যাকরণ কত প্রকার ও কি কি নিয়ে বিশদ আলোচনা করব।  তো চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিক নিয়ে আলোচনা।

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব ১ থেকে ২০

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তর
বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তর

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ ১২০ টি প্রশ্ন ও উত্তর

১. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে ? উ: চারটি

২. ভাষার মুল উপাদান কি ? উ: ধ্বনি

৩. ভাষার মূল উপকরণ কী ? উ: বাক্য

৪. ভাষার রীতি কয়টি? উ: ২টি

৫. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? উ: ২টি

৬. চলিত রীতি কেমন? উ: সহজবোধ্য

৭. সাধু রীতির বাক্য বিন্যাস কেমন? উ: নিয়ন্ত্রিত ও সুনিদ্দির্ষ্ট

৮. দেশজ কি শব্দ? উ: দেশি

৯. তৎসম শব্দ মানে কি শব্দ? উ: সংস্কৃত শব্দ

১০. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ? উ: ভাষা

১১. দেশ—কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে ? উ: ভাষার

১২. মনের ভাবপ্রকাশের প্রধান মাধ্যম কোনটি ? উঃ ভাষা

১৩. কোনটি ভাষার ক্সবশিষ্ট্য নয় ? উ: ইশারা

১৪. উপভাষা কোনটি ? উ: অঞ্চল বিশেষের মুখের ভাষা

১৫. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলে ? উ: ভাষা

১৬. নিদ্দির্ষ্ট পরিবেশে মানুষের বস্ত ও ভাবের প্রতীক কোনটি ? উ: ভাষা

১৭. ভাবের উচ্চারণকে কি বলে ? উ: ভাষা

১৮. বর্তমানে পৃথিবীতে কত রকমের ভাষা প্রচলিত আছে ? উ: সাড়ে ৩ হাজার

১৯. কত কোটি লোকের মুখের ভাষা বাংলা ? উ: ত্রিশ কোটি

২০. বাংলা ভাষার প্রধান দুইটি রুপ কী কী ? উ: মে․খিক ও ক্সলখিক

 ২০. ভাষার মে․লিক রীতি কোনটি? উ: লেখার রীতি

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব ২১ থেকে ৪০

 ২১. ভাষার কোন রীতি কেবল লেখ্য রূপে ব্যবহত হয়? উ: সাধু রীতি

 ২২. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী ? উ: নাটকের সংলাপে

 ২৩. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোনরীতি ? উ: চলিত

২৪. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোনপদ যুগলের পরিবর্তন ঘটে ? উ: সর্বনাম ও ক্রিয়া 

২৫. কোন ভাষাারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদ্দির্ষ্ট? উ: সাধু ভাষা

২৬. ভাষার কোন রীতি পরিবর্তনশীল? উ: চলিত রীতি

২৭. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন ক্সবশিষ্ঠ্য প্রযোজ্য? উ: পরিবর্তনশীল

২৮. বাংলা ভাষার চলিত রীতির ক্সবশিষ্ঠ্য কোনটি ? উ: কৃত্রিমতা বর্জিত

২৯. ’তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় ? উ: সাধু রীতি

 ৩০. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? উ: চলিত রিতি

৩১. সাধু ভাষা বলতে বোঝায় ? উ: তৎসম শব্দবহুল ভাষার রীতি

৩২. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? উ: তৎসম

৩৩. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ? উ: সাধু ভাষায়

৩৪. ক্রিয়া ,সর্বনাম ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত হয়? উ: সাধু ভাষারীতিতে

৩৫. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? উ: চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয় ।

৩৬. কোনটি চলিত ভাষার বৈশিষ্ঠ্য নয় ? উ: তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি?

৩৭. কোনটি সাধু ভাষার অন্যতম ক্সবশিষ্ঠ্য — ? উ: ক্রিয়াপদের রুপ পূর্ণাঙ্গ

৩৮. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল ? উ: সাধু রীতি

৩৯. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? উ: সাধু রীতি

৪০. নিচের কোনটি চলিত রীতির শব্দ ? উ: শুকনো

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব ৪১ থেকে ৬০

৪১. ’উহা’ কোন রীতির শব্দ ? উ: সাধু

৪২. ’বন্য’ শব্দটির চলিত রুপ কোনটি ? উ: বুনো

৪৩. ’চকিত হইয়া’ শব্দটির চলিত রুপ — উ: চমকে

৪৪. ’পার হইয়া’ এই ক্রিয়াপদেও সাধু রুপটি চলিত রুপে রুপান্তর করলে হবে — উ: পেরিয়ে 

৪৫. ’ছড়ালে’ এর সাধু রুপ— উ: ছড়াইলে

৪৬. কোনটি সাধু রীতির শব্দ ? উ: জ্যোৎস্না

৪৭. ’জুতো’ শব্দটি কোন ভাষারীতির ? উ: চলিত

৪৮. সাধু রীতির শব্দ কোনটি ? উ: গ্রহ

৪৯. চলিত রীতির শব্দ কোনটি ? উ: তুলো

৫০. চলিত রীতির শব্দ নয় কোনটি ? উ: করিবার 

৫১. সাধু ভাষার শব্দে ’ঈ’ — এর ¯
লে চলিত ভাষায় কোন কোমল রুপ ব্যবহৃত হয় ? উ: ঙ

 ৫২. তৎসম শব্দ বলতে কী বুঝায় ? উ: সংস্কৃত শব্দ

৫৩. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় এসেছে এবং যাদেও রুপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কী বলে ? 

উ: তৎসম শব্দ

৫৪. নিচের কোন শব্দটি তৎসম শব্দ নয় ? উ: হারাম

৫৫. ’গৃহিণী’ কী জাতীয় শব্দ ? উ: তৎসম

 ৫৬. নিচের কোনটি তৎসম শব্দ ? উ: ভবন

 ৫৭. নিচের কোনটি তৎসম শব্দ ? উ: সন্ধ্যা

 ৫৮. কোনটি তৎসম শব্দ ? উ: ধর্ম

 ৫৯. সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন — উ: মাতা

 ৬০. কোনটি তৎসম শব্দের উদাহরণ ? উ: নক্ষত্র

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব ৬১ থেকে ৮০

৬১. চন্দ্র কি শব্দ? উ: তৎসম

৬২. মানব কি শব্দ? উ: তৎসম

৬৩. ’ব্যাকরণ’ শব্দটি কোন প্রকারের ? উ: তৎসম

৬৪. বাংলা ভষায় তৎসম শব্দগুলি এসেছে কোন ভাষা থেকে? উ: সংস্কৃত

৬৫.’তৎসম’ শব্দ দিয়ে কী বোঝানো হয় ? উ: সংস্কৃত থেকে উৎপন্ন

৬৬. ’ধর্ম’ কোন ভাষা থেকে আগত শব্দ ? উ: সংস্কৃত

৬৭. বাংলা ভাষায় অর্ধ — তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে— উ: সংস্কৃত

৬৮. ’গেরাম’ কোন জাতীয় শব্দ? উ: অর্ধ—তৎসম

৬৯. গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ? উ: অর্ধ—তৎসম

৭০. কোনটি অর্ধ—তৎসম শব্দের উদাহরন ? উ: কুচ্ছত

৭১.‘কৃষ্ণ’ এর অর্ধ—তৎসম শব্দ কোনটি? উ: কেষ্ট

৭২. ’তদ্ভব’ এর অর্থ হলো — উ: তা থেকে উৎপন্ন

৭৩. ’চন্দ্র’ শব্দের তদ্ভব রুপ— উ: চাঁদ

৭৪. ’চাঁদ’ কোন শ্রেণির শব্দ? উ: তদ্ভব

৭৫. কোন শব্দটি তদ্ভব? উ: হাত

৭৬. কোন শব্দগুলো তদ্ভব ? উ: আকাশ, বাতাশ, চাঁদ

৭৭. কোনটি তদ্ভব শব্দ ? উ: মাথা

৭৮. কোনটি তদ্ভব শব্দ ? উ: হাতি

৭৯. ’পাউরুটি’ কোন ভাষার শব্দ ? উ: পতুর্গিজ

৮০. ’আদালত’ শব্দটি কোন ভাষার শব্দ ? উ: অরবি

বাংলা ব্যাকরণের ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব ৮১ থেকে ১০০

৮১. কোনটি আরবি শব্দ ? উ: শরিফ

৮২. কোনটি দেশি শব্দ ? উ: কুলা

৮৩. কোনটি দেশি শব্দ নয়— উ: চাবি

৮৪. কোনটি দেশি শব্দ ? উ: টোপর

৮৫. কোনগুলো দেশি শব্দ ? উ: চাল, চালু

৮৬. কোনগুলো দেশি শব্দ ? উ: ডিঙা, ঢেউ

৮৭. কোনটি দেশি শব্দ ? উ: ডাব

৮৮. কোনটি দেশি শব্দ ? উ: ঢেকি

৮৯. কোনটি দেশি শব্দ ? উ: কঁুড়ি

৯০. ’হরতাল’ কোন ভাষার শব্দ ? উ: গুজরাটি

৯১. কোনটি দেশি শব্দ নয়— উ: মাছি

৯২. কোনটি দেশি শব্দ নয়— উ: দখল

৯৩. কোনটি খাঁটি বাংলা শব্দ উ: ঢোল

৯৪. নিচের কোনটি একটি দেশি শব্দ উ: কাঁড়া

৯৫. কোনটি দেশি শব্দ ? উ: ডোবা

৯৬. কোনটি দেশি শব্দ ? উ: ডাগর

৯৭. দেশি শব্দের উদাহরণ কোনটি ? উ: ডিঙা

৯৮. ’হেডমে․লভি’ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত ? উ: ইংরেজি + ফারসি

৯৯. কোনটি ইংরেজি শব্দ ? উ: কমা

১০০. কোন শব্দটি ফারসি ? উ: পেরেশান

১০১. ’চশমা’ কোন ভাষার শব্দ ? উ: ফারসি

 ১০২. এক ভাষার শব্দ অন্য ভাষায় ¯
ান পেলে তাকে কী বলে ? উ: বিদেশি ভাষা

১০৩. আরবি শব্দ কোনটি ? উ: কলম

১০৪. চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ ? উ: ক্সচনিক 

১০৫. ‘আলপিন’ কোন ভাষার শব্দ ? উ: পতুর্গিজ

১০৬. ‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে আগত ? উ: তুর্কি

১০৭. কোন শব্দটি ফরাসি ? উ: রেস্তোরাঁ

১০৮. ‘উকিল’ কোন দেশি শব্দ ? উ: আরবি শব্দ

১০৮. ‘রুইতন’ শব্দটি কোন ভাষা থেকে আগত ? উ: ওলন্দাজ

১০৯. ’হরতন’ কোন ভাষার শব্দ ? উ: ওলন্দাজ

১১০. খ্রিস্টাব্দ শব্দটি— উ: মিশ্র শব্দ

১১১. ’খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ ? উ: ফারসি

১১২.’পকেটমার’ শব্দটি কোন শ্রেণির ? উ: মিশ্র

১১৩. পতুর্গিজ ভাষার শব্দ নয় কোনটি ? উ: চাহিদা

১১২. ’বালতি’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ? উ: পতুর্গিজ

১১৪. ’হারিকিরি’ কোন ভাষার শব্দ ? উ: জাপানি

১১৫. ’কুপন’ কোন ভাষা থেকে গৃহীত শব্দ ? উ: ফরাসি

১১৬. ’খ্রিস্টাব্দ’ শব্দে যে দুই ভাষার মিশ্রণ ঘটেছে ? উ: ইংরেজি+সংস্কৃত

১১৭. নিচের কোনটি পারিভাষিক শব্দ ? উ: নথি

১১৮. নিচের কোনটি পারিভাষিক শব্দ ? উ: বেতার

১১৯. ‘পরিভাষা’ বলতে বোঝায় ? উ: ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ

১২০. ‘পারিভাষিক’ শব্দ কোনটি ? উ: সচিবালয়

আড়ও পরুন

বাংলা ব্যাকরণের শ্রেণিবিভাগ

বাংলা ব্যাকরণ কত প্রকার ও কি কি
বাংলা ব্যাকরণ কত প্রকার ও কি কি

ড. মুহম্মদ এনামুল হক বাংলা ভাষার ব্যাকরণের তিন রকম শ্রেণিবিভাগ করেছেন:

১. ঐতিহাসিক ব্যাকরণ

২. তুলনামূলক ব্যাকরণ

৩. ব্যবহারিক ব্যাকরণ

অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের ক্সবশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করে 

ব্যাকরণকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। পরবর্তীতে বিভিন্ন ব্যাকরণবিদ ড. 

সুনীতিকুমারের শ্রেণিবিভাগটিকে গ্রহণ করেছেন। তাঁর ব্যাকরণের শ্রেণিবিভাগ নিম্নরূপ: 

১. বর্ণনামূলক ব্যাকরণ 

২. ঐতিহাসিক ব্যাকরণ 

৩. তুলনামূলক ব্যাকরণ 

৪. দার্শনিক —বিচারমূলক ব্যাকরণ 

১. বর্ণনামূলক ব্যাকরণ: বিশেষ কোনো কালের কোনো একটি ভাষারীতি ও 

তার প্রয়োগ সম্পর্কে বর্ণনা দেয়া এ জাতীয় ব্যাকরণের বিষয় এবং সেই 

বিশেষ কালের ভাষার যথাযথ ব্যবহার নির্দেশও এর লক্ষ্য। 

২. ঐতিহাসিক ব্যাকরণ: কোন নির্দিষ্ট যুগের ভাষাগত প্রয়োগরীতি আলোচনা 

করে আলোচনা এ জাতীয় ব্যাকরণের মূল প্রতিপাদ্য বিষয়। 

৩. তুলনামূলক ব্যাকরণ: বিশেষ কোন কালের বিভিন্ন ভাষার গঠন ও প্রয়োগরীতির 

তুলনামূলক আলোচনা এ জাতীয় ব্যাকরণের মূল প্রতিপাদ্য বিষয়। 

৪. দার্শনিক—বিচারমূলক ব্যাকরণ: ভাষার অন্তর্নিহিত চিন্তা ও প্রণালি আবি®‥ার ও 

অবলম্বন করে সাধারণভাবে কিংবা বিশেষভাবে ভাষার রূপের উৎপত্তি।

উল্লিখিত চারটি বিষয় বাংলা ব্যাকরণের মৌলিক প্রকারভেদ যা সহজে 

উপলদ্ধি করা যায়

বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা :

ভাষাকে শুদ্ধরূপে জানা ও ব্যবহার করার জন্য ব্যাকরণ পাঠ অপরিহার্য। কারণ 

ভাষার চলার পথ সুনির্দিষ্ট করে দেয়া ব্যাকরণের কাজ। নিচে ব্যাকরণের 

প্রয়োজনীয়তা সংক্ষেপে দেখানো হল:

১. ভাষার স্বরূপ ও প্রকৃতি জানা।

১. সঠিক উচ্চারণ ও বানান শেখা।

২. শব্দের ব্যবহার, গঠন ও অর্থ নির্ণয়।

৩. বাক্য গঠন ও ভাব প্রকাশ।

৪. কবিতা এবং গানের ছন্দ ও অলঙ্কার জানার ইচ্ছা।

৫. সাহিত্যের দোষ, গুণ সম্বন্ধে জ্ঞান লাভ।

বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ তথ্যসম্ভার:

  1.  ব্যাকরণ হচ্ছে ভাষার—সংবিধান।
  2.  ভাষা সংক্রান্ত নির্দেশনা অন্তভুর্ক্ত থাকে— ব্যাকরণে।
  3.  ব্যাকরণ শব্দটি ব্যুৎপত্তি— বি + আ+ কৃ+ অন। 
  4.  ব্যাকরণ অর্থ— বিশেষভাবে বিশ্লেষণ।
  5.  ব্যাকরণের কাজ— ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবি®‥ার করা বা ভাষার বিশ্লেষণ।
  6.  প্রাচীন ভারতের শ্রেষ্ঠ ভাষাবিদ— পাণিনি।
  7.  বাংলা ভাষার ‘ব্যাকরণ’ শব্দটি এসেছে— সং¯‥ৃত ভাষা থাকে। 
  8.  ভাষার সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ করে— ব্যাকরণ। 
  9.  ‘ভাষা—প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা  সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
  10.  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ব্যাকরণ  বাংলা ভাষা পরিচয়।
  11.  রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম  গে․ড়ীয় ব্যাকরণ।
  12.  ‘বাংলা শব্দতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা  রবীন্দ্রনাথ ঠাকুর।
  13.  বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন  মানো—এল—দ্যা—আসসুম্পসাঁও।
  14.  বাংলা ভাষার ব্যাকরণ প্রথমে পতুর্গালের রাজধানী লিস্বন শহর থেকে 
  15. রোমান হরফে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়।

আড়ও পরুন…

পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন ও উত্তর নিম্মে দেওয়া হলঃ

ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১) 

১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? 🙋Answer: ১৮২০ সালে

২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে? 🙋Answer: সংস্কৃত কলেজ থেকে

৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? 🙋Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? 🙋Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? 🙋Answer: অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। 

৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ 🙋Answer:- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।

৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? 🙋Answer: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)

৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি? 🙋Answer: ব্যাকরণ কৌমুদী

৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? 🙋Answer: বিধবা বিবাহ আন্দোলন

১০। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? 🙋Answer: ১৮৯১ সালে।

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) 

১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? ১৮৯৯ সালে

২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? 🙋Answer: কাজী ন নজরুল ইসলাম 

৩। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? 🙋Answer: আনন্দময়ীর আগমনে

৪। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর র কোন রচনাটি উৎসর্গ করন? 🙋Answer: বসন্ত

৫। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? 🙋Answer: সঞ্চিতা

৬। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? 🙋Answer: ব্যথার দান (১৯২২) ৭। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? 🙋Answer: মুক্তি

৮। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? 🙋Answer: অগ্নিবীনা

৯। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? 🙋Answer: সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীনা, সাত ভাই চম্পা, সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙ্গেফুল, বিষের বাশি, দোলনচাঁপা

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীনা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত ঝিঙ্গেফুল ও বিষের বাশি হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।

১০। নজরুলের উপন্যাসগুলো কি কি? 🙋Answer: বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।

১১। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি? 🙋Answer: শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।

১২। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 🙋Answer: ১৯২৬ সালে। ১৩৷ কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? ১৩ বার।

১৪। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন? 🙋Answer: ১৯৭৬ সালে

কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)

১। কায়কোবাদের প্রকৃত নাম কি? 🙋Answer: কাজেম আল কোরেশী। ২। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? 🙋Answer:মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ,

কুসুমকানন, শিবমন্দির, ও অমিয়ধারা। যুদ্ধের কাহিনী অবলম্বনে।

৩। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? 🙋Answer: পানি পথের তৃতীয় 

৪। বাঙ্গালী মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে? 🙋Answer: কায়কোবাদ।

৫। কায়কোবাদের রচিত কবিতার নাম কি? 🙋Answer: বাংলা আমার

৬। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? 🙋Answer: প্রেম-বেদনা, আবেগ ও আনন্দ বিরহ।

জসীমউদদীন (১৯০৩-১৯৭৬) 

১। জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহন করেন? 🙋Answer: মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর।

২। জসীমউদদীনের উপাধি কি? 🙋Answer: পল্লীকবি। 

৩। জসীমউদ্দীন ছাত্র থাকা অবস্থায় তাঁর কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়? 🙋Answer: কবর কবিতা।

৪। কবর কবিতাটি জসীমউদদীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত? 🙋Answer: রাখালী।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

রঙ্গিলা নায়ের মাঝি হাসু রুপবতী সকিনা ও রাখালীকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সোজান বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশী কাঁথার মাঠের মাটির কান্না দেখল।

৭। জসীমউদদীনের রচিত নাটকগুলো কি কি? 🙋Answer: পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ ও গ্রামের মায়া।

৮। জসীমউদদীনের রচিত একমাত্র উপন্যাসের নাম কি? 🙋Answer: বোবা কাহিনী।

৯। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 🙋Answer: ১৯২৯ সালে।

১০। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি? 🙋Answer: ‘Field of the Embroidery Quilt.

১১। নকসী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদকের নাম কি? 🙋Answer: ই. এম. মরফোর্ড।

১২। জসীমউদদীনের ছদ্মনাম কি? জমীরউদ্দীন মোল্লা।

১৩। জসীমউদদীন কত সালে একুশে পদক পান? 🙋Answer: ১৯৭৬ সালে। 

পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন ও উত্তর

পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন ও উত্তর
পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন ও উত্তর

দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩) 

১। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি? 🙋Answer: নীল দর্পণ (১৮৬০)

২। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো কি কি? 🙋Answer: সুরধুনী কাব্য ও দ্বাদশ কবিতা।

৩। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো কি কি? 🙋Answer: বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী।

৪। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কি কি? 🙋Answer: নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক ও কমলে কামিনী।

৫। দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? 🙋Answer: মাইকেল মধুসূদন দত্ত। 

৬৷ নীল দর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? 🙋Answer: ঢাকায়।

ফররুখ আহমেদ (১৯১৮-১৯৭৪)

১। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহন করেন? 🙋Answer: মাঝআইল গ্রাম, যশোর।

২। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? 🙋Answer:সাত সাগরের মাঝি, নৌফেল, হাতেম

ছন্দে ছন্দে মনে রাখা যায়।

তায়ী, সিরাজাম মুনিরা ও মুহূর্তের কবিতা। ঝড়ের কবলে পরে সাত সাগরের মাঝি, হাতেম তায়ী- সিরাজাম মুনিরা ও নৌফেলকে বিপদের মুহূর্তের কবিতা পড়তে বললেন।

৩। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি ? 🙋Answer: পাখির বাসা। 

৪। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্ক পুরস্কার (১৯৬৬) 

৫। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে? 🙋Answer: ১৯ টি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধায় (১৮৩৮-১৮৯৪) 

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম 🙋Answer: ললিতা তথা মানস।

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা নাম কি? 🙋Answer: দুর্গেশনন্দিনী।

৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি দুর্গেষনন্দীনি, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের ক মৃণালীনি, রাধারানীকে রজনীতে ও যুগলাঙ্গুরীয় , আনন্দ মঠের বিষবৃক্ষের, রাজসিংহ, দেবী চৌধুরানীর চন্দ্রশেখর, শীতারাম,

ছন্দে ছন্দে মনে রাখা যায়।

এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দ মঠের সামনে বিষবৃক্ষের নিচে দাড়িয়ে দুর্গেষনন্দীনি ও কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং শীতারাম ও দুই মেয়ে মৃণালীনি ও রাধারানীকে বলে দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।

৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের কাব্যগ্রন্থগুলো কি কি? 🙋Answer:লোকরহস্য, কমলকান্তের দপ্তর, সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন।

৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম কি? 🙋Answer: কমলাকান্ত। 

৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের সম্পাদিত পত্রিকার নাম কি? 🙋Answer: বঙ্গদর্শন।#

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) 

১) মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? 🙋Answer: Captive Ladie (১৮৪৯) 

২) মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কি কি? 🙋Answer:একেই কি বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ।

৩। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি? 🙋Answer: শর্মিষ্ঠা, পদ্মাবর্তী ও কৃষ্ণকুমারী। 

৪। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? 🙋Answer: তিলোত্তমাসম্ভার কাব্য, বীরাঙ্গনা কাব্য ও ব্রজাঙ্গনা।

বিবিধ

৫। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি? 🙋Answer: মেঘনাদবধ কাব্য।

৬। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? 🙋Answer: পত্রকাব্য।

৭। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? 🙋Answer: মাইকেল মধুসূদন দত্ত। 

মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) 

১। মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দু’টির নাম কি কি? 🙋Answer: আজীজননেহার ও হিতকারী। 

২।মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? 🙋Answer: রত্নবর্তী

৩। মীর মশাররফ হোসেনের নাটক গুলো কি কি? 🙋Answer: জমীদার দর্পণ,বসন্তকুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এইতো চাই, ফাঁস কাগজ, একি, বাঁধা খাতা ইত্যাদি।

৪। মীর মশাররফ হোসেনের গদ্য ও অন্যান্য গ্রন্থগুলো কি কি? 🙋Answer: রত্নবর্তী, বিষাদসিন্ধু, গোজীবন, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, এসলামের জয়, মৌলুদ শরীফ, পোরাই ব্রিজ, পঞ্চনারী, বিবি খোদেজার বিবাহ মদীনার গৌরব ও মুসলমানের বাংলা শিক্ষা

৫। মীর মশাররফ হোসেনের একমাত্র প্রহসন কি? 🙋Answer: এর কি উপায়?

৬৷ মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি ? 🙋Answer: গাজী মিয়াঁর বস্তানী 

৭। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কি কি ? 🙋Answer: আমার জীবনী ও কুলসুম জীবনী।

৮। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ছিলো? 🙋Answer: গাজী মিয়াঁ

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) 

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাম কি? 🙋Answer: কবি কাহিনী। ৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? 🙋Answer: বাল্মীকি প্রতিভা।

৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি? 🙋Answer: বৌ ঠাকুরাণীর হাট। 

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? 🙋Answer: ভিখারিনী।

৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? 🙋Answer: রবীন্দ্রনাথ ঠাকুরকে।

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? 🙋Answer: ভানুসিংহ ঠাকুর। 

৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 🙋Answer: ১৯১০ সালে।

১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে? 🙋Answer: ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস। 

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? 🙋Answer: ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দুমেলার উপহার, ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে

সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন। 

১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? 🙋Answer: শেষের কবিতা, যোগাযোগ, চোখের গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।

১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? 🙋Answer: বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী ও তাসের দেশ।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? 🙋Answer: ২ বার।

বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২) 

১। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম কি? 🙋Answer: পদ্মরাগ।

২। বেগম রোকেয়ার গ্রন্থ সমূহ কি কি? 🙋Answer: সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া, অবরোধবাসিনী, পদ্মরাগ ও মতিচূর।

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

সুলতানার স্বপ্ন ছিলো ডিলিসিয়াদের মত অবরোধবাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ ও মতিচূর ফুল তুলে দেবেন।

৩। বেগম রোকেয়া মূলত কি হিসেবে পরিচিত? 🙋Answer: মুসলিম নারী জাগরনের অগ্রদূত।

৪। বেগম রোকেয়ার লেখাগুলো কোন কোন পত্রিকায় মোহাম্মাদী। erGuide হত? 🙋Answer: নবনূর, সওগাত 

ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ

সুলতানার স্বপ্ন ছিলো ডিলিসিয়াদের মত অবরোধব BDC । মুক্ত করে তাদের হাতে পদ্মরাগ ও মতিচূর ফুল তুলে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *