অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ

অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ

অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ: পাঠক বন্ধুরা, আশা  করি সবাই ভাল আছেন। আজকে আমরা বঙ্গানুবাদ নিয়ে এসেছি। কিছু ইংরেজি বাংলা অনুবাদ নিচে তুলে তুলে  ধরেছি। তোমরা যারা অনলাইন ইংরেজি থেকে বাংলা অনুবাদ অথবা বাংলা অনুবাদ খোঁজাখুঁজি করতেছো। তাদের জন্য আজকের এই পোস্ট। আশাকরি মনোযোগ সহকারে আজকের আর্টিকেলটি  পড়লে। অবশ্যই তোমরা ছোট আমরা উপকৃত হবে। 

অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ

অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ
অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ

অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজি | ইংরেজি থেকে বাংলা অনুবাদ | গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ

০১। Poverty is a great problem in our country. But we hardly realize that this miserable condition is our own creation. Many do not try to improve their condition by hard labor and profitable business. We must shake off this inactivity and aversion to physical labor. Man is the maker of his own fortune.

বঙ্গানুবাদ : আমাদের দেশে দরিদ্রতা একটি বিরাট সমস্যা। কিন্তু আমরা খুব কমই উপলব্ধি করি যে, এ শোচনীয় অবস্থা আমাদেরই সৃষ্টি। কঠোর পরিশ্রম ও লাভজনক কাজের দ্বারা অনেকেই নিজেদের অবস্থার উন্নতির চেষ্টা করে না। আমাদেরকে অবশ্যই অলসতা ও কর্মবিমুখতা ঝেড়ে ফেলতে হবে। মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা।

০২। Knowledge is vaster than an ocean. The more we gather knowledge, the more our thirst for it increases. So, any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge.

বঙ্গানুবাদ : জ্ঞান মহাসাগরের চেয়েও বিশ্বাল। আমরা যতই জ্ঞান আহরণ করি, ততই এর প্রতি আমাদের তৃষ্ণা বেড়ে যায়। তাই জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনোরকম বাধ্যবাধকতা থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। প্রত্যেকেরই জ্ঞানসমুদ্রে মুক্তভাবে বিচরণের অধিকার রয়েছে।

০৩। Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. So, everyone should give up smoking.

বঙ্গানুবাদ : ধূমপান খুবই ক্ষতিকর। এটি ব্যয়বহুলও। এটি পরিবেশেকে দূষিত করে। যারা ধূমপান করে তারা বেশি দিন বাঁচতে পারে না। তাই প্রত্যেক্যের ধূমপান ত্যাগ করা উচিত।

০৪। There is a proverb “Cut your coat according to your cloth.” We should be satisfied with what we earn in an honest way. In a developing country like ours, luxuries of all kinds should be avoided. The rich should not forget the pitiable condition of the common people.  Some people earn money in the most unfair way.

বঙ্গানুবাদ : একটি প্রবাদ আছে “আয় বুজে ব্যয় কর।” সৎ উপায়ে যা আমরা উপার্জন করি তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদের মত উন্নয়নশীল দেশে, সকল প্রকার বিলাসিতা এড়িয়ে চলা উচিত। ধনীদের সাধারণ জনগণের দুদর্শার অবস্থা ভুলে যাওয়া উচিত নয়। কিছু কিছু লোক অসৎ উপায়ে অর্থ উপার্জন করে।

০৫। We live in society. So, we must learn to live in peace and amity  with others. We have to respect others’ lives and property. We have a lot of duties and responsibilities  to the society

বঙ্গানুবাদ : আমরা সমাজে বাস করি। কাজেই আমাদেরকে অবশ্যই অপরের সঙ্গে শান্তি ও সম্প্রীতির মাঝে বাস করার শিক্ষা নিতে হবে। আমাদেরকে অবশ্যই অপরের জীবন ও সম্পদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সমাজের প্রতি আমাদের অনেক কর্তব্য ও দায়িত্ব আছে।

০৬। Man is the architect of his own life. If he makes a proper division of his time and does his duties accordingly he is sure to prosper in life. Youth is the golden season of life. In youth the mind can be molded in any form you like. It is called the seed time of life.

বঙ্গানুবাদ : মানুষ নিজেই তার জীবনের নিমার্তা। সে যদি তার সময়কে সঠিকভাবে ভাগ করে নেয় এবং সে অনুসারে কর্তব্য পালন করে তবে তার জীবনে উন্নতি লাভ অবশ্যম্ভাবী। যৌবন জীবনের সোনালি সময়। যৌবনে মনকে ইচ্ছেমতো রূপ দেওয়া যায়। একে জীবনের বীজ বপনের সময় বলা হয়।

০৭। A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people

বঙ্গানুবাদ : যিনি নিজের দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে ইচ্ছুক তিনিই দেশপ্রেমিক। প্রত্যেক সৈন্য তার দায়িত্ব পালনে বাধ্য, কিন্তু শ্রেষ্ঠ সৈনিকেরা এর চেয়ে বেশি কিছু করে থাকেন। দেশকে ভালোবাসেন বলেই তারা জীবনের ঝঁুকি নেন। তারা জনগণের সর্বোত্তম বন্ধু।

০৮। Bangladesh is not a very big country. But it is one of the most densely populated countries in the world. More than one hundred and four million people live in this small country. Its population is still on the increase. If the present rate of increase continues uncontrolled, her population will double within the next twenty years.

বঙ্গানুবাদ : বাংলাদেশ খুব বড় দেশ নয়। তবে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি। এই ছোট দেশটিতে চৌদ্দ কোটিরও বেশি লোক বাস করে। এর জনসংখ্যা এখনও ক্রমবর্ধমান। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার যদি অনিয়ন্ত্রিতভাবে অব্যাহত থাকে তবে পরবর্তী বিশ বছরে এর জনসংখ্যা দ্বিগুণ হবে।

০৯। No person can be happy without friends. The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving affection. but you cannot receive affection unless you will also give it.

বঙ্গানুবাদ : বন্ধু—বান্ধব ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না। হৃদয় তৈরি হয়েছে ভালোবাসার জন্য এবং স্নেহ—ভালোবাসার আদান—প্রদানের সুযোগ ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। তুমি যদি অন্যকে ভালো না বাস, তবে তুমিও কিন্তু তাদের ভালোবাসা পেতে পার না।

১০। Man cannot live alone. So he likes to keep company. He cannot do without the help of others even for a day. For this reason men have been living together for many days. This is called social life. We have a lot of duties and responsibilities to the society for their safe return.

বঙ্গানুবাদ : মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। তাই সে সঙ্গী রাখতে পছন্দ করে। অন্যের সাহায্য ছাড়া একদিনও সে চলতে পারে না। এ কারণেই মানুষ বহুদিন থেকে একত্রে বসবাস করে আসছে। একেই বলে সমাজজীবন। সমাজে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

১১। A garden is not a source of beauty only. It is also a source of income to men. Men for their great love of flowers decorate their home with them on occasions. Men love flowers, for they are the symbols of beauty and purity. A village home without any garden looks bare and poor.

বঙ্গানুবাদ : বাগান শুধুমাত্র সৌন্দর‌্যের উৎস নয়, এটা মানুষের উপার্জনেরও উৎস। ফুলের প্রতি মানুষের বিশেষ ভালবাসার কারণেই তারা যে—কোনো পর্ব উপলক্ষ্যে ফুল দিয়ে তাদের বাড়িঘর সাজায়। মানুষ ফুল ভালবাসে, কারণ ফুল হচ্ছে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। বাগান ছাড়া গ্রামের বাড়ি দেখতে খালি খালি ও বিশ্রী লাগে।

১২।Bangladesh has its own National Flag. It stands for our sovereignty and is the symbol of our national pride and prestige. It is the symbol of our national hopes and ideals. All the Bangladeshis honor the National Flag. It is also honored by the people of all other countries of the world as we do their National Flag.

বঙ্গানুবাদ : বাংলাদেশের নিজস্ব জাতীয় পতাকা আছে। এটা সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের জাতীয় গৌরব ও মর্যাদার নিদর্শন। এটা আমাদের জাতীয় আশা—আকাক্সক্ষার প্রতীক। সব বাংলাদেশীই জাতীয় পতাকাকে সম্মান করে। বিশ্বের অপরাপর দেশের জনগণও এর প্রতি সম্মান দেখায়, যেমন আমরা তাদের জাতীয় পতাকাকে সম্মান করি।

১৩। Punctuality is to be cultivated and formed into a habit, This quality is to be acquired through all our works from our boyhood is the seed-time. The habit formed at this will continue all through our life. “Everything at the right time” should be our motto.

বঙ্গানুবাদ : সময়ানুবর্তিতার চর্চা করে একে অভ্যাসে পরিণত করতে হয়। শৈশবকাল থেকেই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এই গুণ অর্জন করতে হয়। শৈশব হচ্ছে বীজ বপনের সময়। এ সময়ে গড়ে ওঠা অভ্যাসই আমাদের মধ্যে সারা জীবনে বজায় থাকে। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ‘যথাসময়ে যথা কাজ।’

শেষ কথা- উপরে আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ লিখেছি। যদি কোন  ভ্রান্তি-বিভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয় সবার শুভ কামনা করে এখানেই শেষ করছি আমি মোঃ  সাকিবুল হাসান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *