Breaking News

প্রাণে চাকরি এইচএসসি পাসে | পদের সংখ্যা নির্ধারিত না

প্রিয় চাকরি প্রত্যাশি ভাই বোনেরা,,,এইচএসসি পাসে প্রাণে অসংখ্য জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রাণে এইচএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা আগ্রহী তারা অবশ্যই পুরো বিজ্ঞপ্তি ভালো করে পড়তে পারেন।

প্রাণে চাকরি এইচএসসি পাসে | পদের সংখ্যা নির্ধারিত না

প্রাণ গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি  একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন।

এইচএসসি পাসেই প্রাণে চাকরি, বছর শেষেই বাড়বে বেতন

পদের নাম : সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ) ও শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা)। 

পদের সংখ্যা নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা : উচ্চ মাধ্যমিক / মাধ্যমিক পাস। জিপিএ কমপক্ষে ২ থাকতে হবে। 

প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি থাকতে হবে। 

স্থানঃ বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। বছরে দুইটি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ)। 

পদের সংখ্যা : নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা : বিবিএ/এমবিএ বা এমবিএস পাস। অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা ২৩-৩০ বছর। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। বছরে দুইটি বোনাস, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।

চাকরি প্রত্যাশি বন্ধুরা,, তোমরা নিচের বিজ্ঞপ্তিগুলো পড়তে পারো,,,,

About job

Check Also

৮ম শ্রেণির গণিত প্রশ্ন | Class Eight Mathmatics question

চন্দ্রপুর হাই স্কুল এবং কলেজর্বাষিক পুরূীক্ষা-২০২২শ্রেণিঃ ৮মবিষয়ঃ গণিত ১ । দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর …

National University Mistakes Idea | জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভুল ধারনা

অবসান হোক ভুল ধারণার😎 ✍ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় …

Leave a Reply

Your email address will not be published.