গরমকালটা তাহলে শেষ পর্যন্ত এসেই গেল, কি বলেন? আর গরমকাল মানেই কিন্তু আপনার চুলের বারোটা বেজে যাওয়া। ভাবুন তো, পার্টিতে যাবেন বা অফিসে যাওয়ার জন্য সেজেগুজে বেরোলেন, কিন্তু পথেই ঘামে আপনার চুল তেলতেলে হয়ে এক্কেবারে চুপসে গেল। শ্যাম্পুর আর নাম-ও-নিশানও রইলো না। আর স্টাইলের হাল—সে তো বলাই বাহুল্য। তা এই বিচ্ছিরি গরমেও আপনার চুলকে কীভাবে ফ্রেশ আর ফুরফুরে রাখবেন, তা জানার জন্যই আজকের আর্টিকল নিয়ে এলাম আমরা। দেখুন।
১. চুলকে ঢেকে রাখুন
২. চুলকে হালকা করে বাঁধুন
৩. চুল কম ধোবেন
৪. চটজলদি ফ্রেশনেস
৫. কন্ডিশন করতে ভুলবেন না
৬. সানস্ক্রিন ব্যবহার করেন তো?
৭. হট অয়েল ম্যাসাজ
এবার ‘দাশবাস’ স্পেশাল সামার কেয়ার টিপসে আপনিও তাহলে আপনার চুলকে রাখুন র্যাপুঞ্জেলের মতো। আর ফ্রেশ চুলে লাগিয়ে দিন তাক!