কম্পিউটার গতি বাড়ানোর উপায় | How to computer speed fast

কম্পিউটার গতি বাড়ানোর উপায় | How to computer speed fast

কম্পিউটার গতি বাড়ানোর উপায় | How to computer speed fast: আজকে আমরা কম্পিউটার গতি বাড়ানোর উপায় | How to computer speed fast করা নিয়ে আলোচনা করবো।

কম্পিউটার গতি বাড়ানোর উপায় | How to computer speed fast

প্রথমে আপনি Control Panel/Windows update/System update–এ প্রবেশ করে জেন নিন আপনি কোন সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন।

যদি পুরোনো হয়, তবে দ্রুত হালনাগাদ উইন্ডোজ ব্যবহার করতে হবে।

তারপর আপনি প্রয়োজনে কম্পিউটারে থাকা *.tmp বা *.temp ফাইল মুছে ফেলে কম্পিউটারের গতি বৃদ্ধি করতে হবে।

কম্পিউটার গতি বাড়ানোর উপায় | How to computer speed fast

এ জন্য Window + R চেপে %temp% লিখলেই একটি উইন্ডো দেখা যাবে।

এখানে Continue নির্বাচন করে সব ফাইল মুছে দিতে হবে।

যেসব ফাইল ডিলিট হবে না সেগুলো skip করতে হবে।

এবার C:\ ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার জন্য Disk clean অপশনে যান।

এবার temporary, dump, error ফাইল নির্বাচন করে Clean up system files থেকে টেম্প ফাইলগুলো মুছে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *