আর্টিকেল কাকে বলে কত প্রকার ও কি কি | Article এর ব্যবহার: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা অনেকেই Article সম্পর্কে সঠিকভাবে জানি না। তাছাড়া বিভিন্ন সরকারি – বেসরকারি চাকুরির পরিক্ষায় Article থেকে প্রশ্ন এসে থাকে। আজকে আর্টিকেল কি? আর্টিকেল কত প্রকার এবং কি কি? উদাহরনসহ আলোচনা করবো।
আর্টিকেল কাকে বলে কত প্রকার ও কি কি | Article এর ব্যবহার

ARTICLES – পদাশ্রিত নির্দেশক
Article কাকে বলে ? Article কত প্রকার ও কি কি ?
Articles :- যেসকল বিশেষণ বাচক শব্দ বা অক্ষর Noun – এর পূর্বে বসিয়ে তার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাকে Articles বলে।
যেমন – The boy. An apple. A man.
Articles গুলি Noun – এর সাথে সংযুক্ত থাকে, ফলে এগুলি Adjective.
◾প্রকারভেদ :- Article দুই প্রকার, যথা –
(1) Indefinite Article (অনির্দিষ্ট),
(2) Definite Article (নির্দিষ্ট)।
(1) Indefinite Article :- যে Article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, তাকে Indefinite Article বলে।
যেমন – A, An
A book. An egg.
(2) Definite Article :- যে Article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে Definite Article বলে।
যেমন – The
The bird is red.
Use of articles with examples
আর্টিকেল কি? What Are Articles?
Noun বা Pronoun কে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে প্রকাশ করার জন্য a. an, the কে ইংরেজিতে Article বলে।
Indefinite ও Definite আর্টিকেল কি?
A এবং An কে Indefinite Article এবং The-কে Definite Article বলে। কার্য ও উৎপত্তি অনুযায়ী এরা Adjective হিসেবে গণ্য।
What are the 3 types of articles?
In English there are three articles: a, an, and the. Articles are used before nouns or noun equivalents and are a type of adjective.
A ও An এর ব্যবহার The Indefinite Article
Rule-1
শব্দের প্রথমে Consonant থাকলে এর পূর্বে a এবং Vowel (a, e, i, o, u) থাকলে an বসে। যেমন-
There lived a poor cobbler
The crow is an ugly bird.
Rule-2
শব্দের প্রথমে ‘e’ বা ‘u’ থাকলে এবং এর উচ্চারণ ‘আ’ এর মত না হয়ে ‘ইউ’র মতো হলে, এর পূর্বে an না বলে বসে। যেমন-
He is a European.
This is a ewe.
This is a unique opportunity.
The cow is a useful animal.
Rule-3
কোন শব্দের প্রথমে hI’ থাকলে এবং তা উচ্চারিত না হলে তার পূর্বে ‘a’ না বসে ‘an’ বসে। যেমন-
He is an honest man.
He has an heir (উত্তরাধিকারী).
Rule-4
শব্দের (abbreviation) প্রথমে Consonant থাকলে এবং এর উচ্চারণ Vowel এর মতো হলে এর পূর্বে ‘an’ বসে। যেমন-
He is an M.A. Mr.
Hasan is an L. L. B.
He is an F. R. C. S.
কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant এর মত উচ্চারিত হলে ‘a’ বসে। যেমন-
He is a B.A.
Mr.Karim is a B.Sc.
Rule-5
শব্দের প্রথমে ‘O’ থাকলে এবং এর উচ্চারণ ‘ওয়ার’ মত হলে এর পূর্বে বসে। যেমন-
I saw a one-eyed man.
Rule-6
কখনও কখনও Preposition ৰূপে ব্যবহৃত হয়ে থাকে। যেমন-
He went a hunting (a=on) (সে শিকারে গিয়েছিল।
Rule-7
Common noun হিসেবে Abstract noun ব্যবহৃত হলে Abstract noun টির পূর্বে a/an বলে। যেমন-
Nazma is a beauty.
Kabir is an idlc.
Rule-8
Many ও such Singular common noun ব্যবহৃত হলে, Common noun টির পূর্বে an বসে। যেমন-
Many a man was present in the meeting.
Such a person is the glory of the nation.
Rule- 9
Exclamation (বিস্ময়) বুঝাতে what এর পর a/an বসে। যেমন-
What a pretty girl she is!
What a long distance!
Rule-10
Singular common noun এর পূর্বে quite, rather, but not ইতাদি ব্যবহৃত হলে সে noun এর পূর্বে a/an বসে। যেমন-
Salma is quite a beautiful girl.
You are rather a meritorious boy.
Not a man is found in the house.
Rule-11
Adjective এর পূর্বে so, too ইত্যাদি থাকলে এর পর noun এর পূর্বে a/an বসে। যেমন-
Gold is a precious metal.
This is too serious a matter for him.
Rule-12
সংখ্যাবাচক word যেমন hundred, dozen, thousand million, score, pair ইত্যাদির পূর্বে বলে। যেমন-
He carns a thousand taka a day.
I have bought a dozen pencils.
He has a pair of shoes.
Rule-13
অপরিচিত ব্যক্তি সম্পর্কে বলার সময় তার নামের A পূর্বে বসে। যেমন-
A Mr. Khan came to me yesterday.
A Miss Saleha helped the man.
Rule-14
ভুল বুঝাতে দুটি Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তবে প্রথম Nounটির পূর্বে a/an বসে। যেমন-
Grammar is a better servant than master.
কিন্তু Noun লুটি যদি ভিন্ন ব্যক্তি বা বন্ধুকে নির্দেশ করে তবে প্রত্যেকটি Noun এর পূর্বে a/an বসে। যেমন-
She is a better singer than a dancer.
Rule-15
কোন singular noun দিয়ে যদি একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তু বুঝায় তাহলে এর পূর্বে a/an বসে। যেমন-
A child needs milk.
An idle man cannot prosper in life.
Rule-16
দর (price), অনুপাত ( ratio),গতি(speed) ইত্যাদি প্রকাশ করতে a/an ব্যবহৃত হয়। যেমন-
Rice sells five taka a seer.
The car runs eighty kilometers an hour.
Rule-17
Exclamatory sentence এ singular countable noun] (যা গণনা করা যায়) এর পূর্বে a/an বসে।
যেমন-
Such a fine picture!
How beautiful a bird!
কিন্তু plural noun এর ক্ষেত্রে a/an ব্যবহৃত হবে না।
যেমনঃ
Such fine pictures!
Rule-18
আহারের নামের আগে a/an বসে না কিন্তু আহারের আগে adjective ব্যবহৃত হলে তার আগে a/an বসে। যেমন-
We have breakfast at nine.
She gave them a good breakfast.
যেসব ক্ষেত্রে A / An ব্যবহৃত হয় না।
1. Plural noun পূর্বে a/an বসে না।
যেমন-
Cows are useful.
Horses can run fast.
2. Abstract noun এর পূর্বেgan বসে না।
যেমন –
Honesty is the best policy
Kindness is a great virtue.
Poverty is a curse to the poor.
3. কতকগুলো Uncountable nouns advice, information news, baggage ইত্যাদির পূর্বে a/an বসে না। যেমন-
He gave me good advice.
The police could not provide correct information.
He gave me bad news.
4. Water milk, tea oil paper, rice, gold, fron ইত্যাদি
Material noun এর পূর্বে an বসে না।
যেমন-
Milk is white.
Water has no color of its own.
Iron is very useful to us.
5. মক্কার আপন father, mother , baby ইত্যাদি বুঝালে এসের পূর্বে a/an বসে না।
যেমন-
I love my mother.
Take care of your child.
6. নামের পূর্বে a/an বসে না। যেমন
Cricket is a favourite game
Football is played all over the world.
7. Ordinal number এর পূর্বে a/an বঙ্গে না।
I bought 10 pens.
8. খাবারের সময় যেমন breakfast, lunch dinner ইত্যাদির পূর্বে a/an বসে না।
যেমন-
Today I had my breakfast in their house.
We have lunch at 2p.m.
The এর ব্যবহার
Rule-1
নির্দিষ্ট করে কোন ব্যক্তি বা বস্তু বুঝাতে তারা পূর্বে the বসে। যেমন-
I know the man.
The boys of this school are good.
Rule-2
শ্ৰেণী বা জাতি বুঝাতে Singular Common Noun এর পূর্বে the বসে।
যেমন-
The cow is a useful animal.
The English are brave.
কিন্তু মানুষ জাতি’র পূর্বে the বসে না।যেমন-
Man is mortal.
Rule-3
জাতির পূর্বে the বসে কিন্তু ভাষার পূর্বে “the” বসে না।
যেমন-
The English can speak English fluently.
কিন্তু ভাষার পরে Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the বসে।
যেমন-
The English language is very interesting.
Rule-4
সম্পাদনা বুঝাতে Adjective it পূর্বে the বসে।
যেমন-
The virtuous are happy.
The rich are not always happy.
The poor are born to suffer.
Rule-5
দু’টি Proper Noun-কে তুলনা করতে যার সাথে তুলনা করা হয়, তার পূর্বে the বসে।
যেমন-
Narayangonj is the Dundee of Bangladesh.
Nazrul is the Byron of Bangladesh.
Rule-6
নদী, সাগ, মহাসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে the বসে।
যেমন-
The Padma is a big river.
The Pacific is the deepest ocean.
Rule-7
পর্বত, শ্রেণী , দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে the বসে।
যেমন-
The Himalayas are to the north of India.
The Andamans are to the south of India.
কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে ‘the বসে না।
যেমন-
Everest is the highest peak in the world.
Sicily is to the south of Italy.
Rule- 8
কতগুলো অধিতীয় জিনিস যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ ইত্যাদি পূর্বে the বসে।
যেমন-
The earth is round.
The sun gives us light.
Rule-9
সংবাদপত্র, ধর্মগ্রহ এবং মহাকাব্যের পূর্বে the বসে। যেমন-
I read the Ittefaq daily.
The Quran is a holy book to the Muslim.
The Bible is a holy book.
Rule-10
বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে the বসে। যেমন
The Punjab is a land of five rivers,
He studies in the USA/UK
Rule-11
নির্দিষ্ট তারিখের পূর্বে the বসে।
যেমন-
The 16th December is a red letter day of Bangladesh.
Rule-12
প্রতিস্টান, ঐহাসিক ইত্যাদি নামের পূর্বে the বসে।
যেমন-
The Tajmahal stands on the Jamuna.
The battle of Panipat (পানিপথের significant in the history of India.
Rule-13
ট্রেন ও জাহাজের নামের পূর্বে the বসে।
যেমন-
The Tipusultan টিপুসুলতান জাহাজটি। has set sail.
The Green Arrow touches at Bhairab.
The B.NS Bangabandhu is the largest ship of Bangladesh.
Rule-14
কোন adjective adjective phrase বা adjective clause দ্বারা কোন common noun কে নির্দেশ করা হলে তার পূর্বে the বসে। যেমন-
The man who came with me was my father.
The dog that bit him has been killed.
Rule-13
Majority, police, public erfi Collective noun] সাধারণত plural হিসেবে গণ্য হলে এগুলোর পূর্বে the বসে। যেমন-
The majority are known to me.
I am supported by the public.
The police has arrested the criminal.
Rule-16
সাধারণত Abstract Noun এবং Material Noun এর পূর্বে the বসে না। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে এসের পূর্বে the বসে। যেমন-
The kindness of Mohsin is praiseworthy.
The gold of my ring is pure.
Rule-17
Common Noun যখন Abstract রুপে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে the বসে।
যেমন-
The mother ( rose in her at the sight of the child,
Everybody should check the beast (শুভূতাব) him.
The boy found the mother in her.
Rule-18
Possessive Adjective যেমন- my our your, his her ইত্যাদির পরিবর্তে the বসে।
যেমন-
He struck me on the head. (the-my)
He caught me by the hand. (the = my)
I pulled him by the car. (the his )
Rule-19
দুটি Comparative যদি Adverb হিসেবে ব্যবহৃত হয়। তবে উভয় comparative এর পূর্বে the বসে। এ ক্ষেত্রে যত……….তত ইত্যাদি বুঝায়।
The sooner, the better.
The more you read, the more you learn.
Rule-20
Superlative Degree-এর Adjective এর পূর্বে the বসে।
যেমন
He is the best boy in the class.
He is the wisest man in the village.
Rule-21
দুইয়ের মধ্য থেকে একটিকে বেছে নেয়ার অর্থ প্রকাশ করলে Comparative Degree এর পূর্বে the এবং পরে of বসে। যেমন
Nasima is the wiser of the two girls.
This is the better of the two pens.
Rahim is the taller of the two boys.
Rule-22
একই ব্যক্তি দুই পদবীর অধিকারী হলে প্রথমটির পূর্বে the বসে।
যেমন
The Headmaster and secretary is coming. (একই ব্যক্তি) কিন্তু দুই ব্যক্তি দুই পদবীর অধিকারী হলে উভয়ের পূর্বে ‘the’ বসে। যেমন
The Headmaster and the secretary are coming.
Rule-23
School, college, market, hospital, mosque, church প্রভৃতি Noun যখন এদের প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন এদের পূর্বে the বসে না। কিন্তু অন্য কোন উদ্দেশ্যে এ সকল স্থান পরিদর্শন করলে এদের পূর্বে the বসে। যেমন
He goes to school everyday. (ছাত্র হিসেবে)
He went to the school to see Headmaster. (u হিসেবে
এখানে প্রথম Sentence টিতে school এর পূর্বে the বসেছি, দ্বিতীয়টিতে ‘the’ বসেছে।
Rule-24
যে শব্দ পেশা বা ব্যবসায় বুঝায় এর পূর্বে the বসে।
যেমন
He joined the Bar in Calcutta.
Rule-25
রাস্তা প্রতিনিট, পার্ক ইত্যাদি পূর্বে the বসে না।
যেমন-
Manik Mia Avenue is the largest street of Dhaka
কিন্তু রাস্তার নামের সাথে Road থাকলে the বসে। যেমনঃ The Nawabpur road is always busy.
Rule-26
Select, elect, appoint, make, nominate crown প্রভৃতি verb complement এর পূর্বে the বসে না। যেমন-
They made him captain.
We elected him chairman.
এখানে made, elected verb complement captain chairman, এগুলোর পূর্বে the ব্যবহৃত হয়নি। কিন্তু নির্দিষ্ট অর্থে the ব্যবহৃত হতে পারে।
যেমন-
We made him the captain in the class.
Rule 27] নৈকট্য বা পরিচিতির কারণে কোন কিছু নির্দিষ্টতাশাত করলে তার পূর্বে the বসে। যেমন
He is in the garden.
She is in the kitchen.
হলে Bule-28] Proper noun এর পর কোন যুবাচক শব্দ যুক্ত ঐ গুণবাচক শব্দটির পূর্বে the বসে। যেমন
Omar, the great was a noble Caliph.. Rule-29] হারের নামের পূর্বে the বসে না। যেমন
We have had breakfast at seven. কিন্তু বিশেষ অনুষ্ঠানের আহারের পূর্বে the বসে। যেমন
The wedding dinner was very pleasing.
Rule-30] একটি Singular noun এর পূর্বে ততোধিক adjective থাকলে এদের প্রত্যেকের পূর্বে the বসাতে
দুই
I have seen the new and the old house. I have read the fifth and the sixth chapter of the
book.
[Rule-31] কোন কিছুর বিশেষ অংশ বুঝাতে Adjectiveপূর্বে ‘the’ বসে। যেমন I like the yellow of an egg.
কিন্তু তাকে plural করণে শুধু প্রথম adjective টি পূর্বে the
বসে, শেষেরগুলোর পূর্বে the বসে না। যেম I have seen the new and old houses.
Rule-32 Ordinal number (সংখ্যাবাচক শব্দ। যেমন first, second, third ইত্যাদিকে যখন কথায় লেখা হয় তখন এর
পূর্বে the বসে। যেমন
Kamal is the first boy in the class. I am the second child of my parents.
Rule-33] Noun এর আগে all, both half প্রভৃতি determiner থাকলে সেগুলোর পরে এবং noun এর পূর্বে ‘”the”
বসে। যেমন
She ate half the cake.
1 lended him all the money.
Rules34) পরিবারের নাম plural অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে the বসে। যেমন The Khans, The Muslims, The Mughals, The
Pathans ইত্যাি
Rule-35] Musical instruments এর নামের পূর্বে
“the’ বসে। যেমন The piano is very expensive today.
The violin is used in music. Rule-36] কোন Noun [ Superlative এর
প্রকাশ করে তখন তার পূর্বে ‘the’ বলে। যেমন Shamsur Rahman is the poet of the day.
Humayan Ahamed is the playwright of the day. Rule-37 Proper noun এর পূর্বে Adjective
তার পূর্বে the বসে। যেমন
The great Omar was the Caliph of Islam. The notorious Hasan has been arrested.
যেমন
থাকলে
Rule-38 | রাজনৈতিক দলের নামের পূর্বে ‘the’ ব্যবহৃত হয়।
The Awami League.
The Muslim League.
Rule-39] [ প্রকাশক যে word একটি unit হিসেবে
ব্যবহৃত হয়, তার পূর্বে the বসে। যেমন He bought pens by the dozen.
They sell the oranges by the score. Rule [40] Singular designation (উপাধি/ পনবী) এর
পূর্বে the বসে। যেমন
The Principal, The President ইত্যাদি। Rule-41] কিছু Collective noun এর পূর্বে the বসে।
যেমন
The audience (c), the peasantry কৃষক শ্রেণী), Rule-42] কভবগুলো রোগের নামের পূর্বে the বসে। যেমন
The gout The measles ইত্যাদি। আবার কতবগুলো রোগের নামের আগে the বসে না। যেমন
Cholera has broken out in the village.
Rule-43 কোন অনির্দিষ্ট Noun দ্বিতীয় বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট হলে গেলে তার পূর্বে the বসে। যেমন There is a tree in the garden. The tree is very tall. যেসব ক্ষেত্রে The ব্যবহৃত হয় না
1. Proper noun এর পূর্বে সাধাণত ‘the’ বসে না। যেমন Dhaka is the capital of Bangladesh.
Newton is a great scientist of the world. 2. Material noun এর পূর্বে সাধারণত ‘the’ বসে না। যেমন
Gold is a precious metal. Rice is our main food.
Milk is nutritious food. 3. Abstract noun এর পূর্বে সাধারণত ‘the’ বসে না। যেমন
Honesty is the best policy. Kindness is a great virtue.
Forgiveness is divine. 4. ভাষার নামের পূর্বে ‘the’ বসে না। যেমন
English is an international language. Bangla is our mother language.
5. Allah God নামের পূর্বে the বসে। যেমন
Allah has created this universe.
6. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এবং পোশাক-পরিচ্ছেরে নামের পূর্বে
‘The’ বসে না’। যেমন Raise your right hand.
Put off your shirt.
7. home এর পূর্বে ‘the’ বসে না। ে
Nazma went home.
He is at home.
8. বক্তার নিজের বাবা, মা, কিংবা শিশু ইত্যাদি বুঝাগে father, mother baby ইত্যাদির পূর্বে ‘the’ বসে না। যেমন Every mother loves her child. He went to Dhaka with his father.
9. নামের পূর্বে the বসে না। যেমন January is the first month of the year.
Sunday is the first day of the week. 10. রোমের পূর্বে খাবারের নামের পূর্বে the বসে না। যেমন We like to play football /cricket/hockey. We have breakfast/lunch/ dinner as usual time.
11. ঋতু ও উৎসবের নামের পূর্বে the বসে না। যেমন Summer is a hot season. Spring is favourite to me. We will celebrate New Year’s Day,
ব্যতিক্রম The rainy season. 12. King Queen Lord, Maharaj ইত্যাদি শব্দের পরে যদি ব্যক্তির নাম থাকে, তবে তার পূর্বে the বসে না। যেমন Queen Victoria died at 85.
King Hamlet was poisoned. 13. কোন Pronoun এর Apposition [পে যদি কোন rank (profession (পেশা) বোধক common noun] ব্যবহৃত হয় তা common noun [ পূর্বে the বসে
Mr Zakir, Headmaster of our school is a good man. 14. Transitive verb o select elect, appoint, make nominate crown প্রভৃতি এর complement রূপে the বসে না। যেমন
We made him captain. People elected Kajol chairman.
এখানে made elected verb গুলোর complement
[captain chairman. এগুলের পূর্বে the ব্যবহৃত হয় নি। কিন্তু complement টি নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে ‘”the”বসে। যেমন
We made him the chairman of our school. 15. Transitive verb এবং তার object কে নিয়ে গঠিত কিছু phrase ‘the’ [স না। যেমন To catch fire, to take root, to give car, to cast
anchor, to set sail. to lose heart ইত্যাদি। 16. Vocative case (সম্বোধন পন্য রূদ্ধে বাবক noun এর পূর্বে ‘the’ বসে না। যেমন Boys, come here.
Come along, friends. 17. সাধারণত রোগের নামের পূর্বে the বসে না। যেমন
He died of cholera. He is suffering from fever.
18, Lake হ্রদ নামের পূর্বে ‘the’ বসে না। যেমন Lake Baikal, Lake Caspian, Lake Superior ইত্যাদি।
19. বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে তার পূর্বে the’ বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে ‘the’ বসে। যেমন Nazrul’s Agnibina.
Or, The Agnibina of Nazrul.
বিভিন্ন অর্থের জন্য বিভিন্ন Article :
(i) প্রায় নেই বুঝাতে ‘few’, অল্প সংখ্যক বুঝাতে ‘a few’ এবং খুব অল্প সংখ্যক তবে সবগুলো বুঝাতে ‘ the few’ হয়। যেমন I have few books. (আমার বই নেই বললেই চলে।)
I have a few books. (আমার অল্প সংখ্যক বই আছে।)
I have read the few books ( অল্প সংখ্যক বইগুলোর
সবগুলো আমি পড়েছি।) (ii) পরিমাণ অর্থে প্রায় কিছুই না বুঝাতে ‘little’, সামান্য পরিমাণ বুঝাতে ‘a little’ এবং সামান্য পরিমাণ তবে তার সবটুকু বুঝাতে ‘the little’ হয়। যেমন
There is little water in this pond. (এ পুকুরে পানি নেই বললেই চলে।)
There is a little water in this pond. (এ পুকুরে সামান্য
পানি আছে।)
The little water of this pond has been dried up. (পুকুরের সামান্য পানিটুকু শুকিয়ে গিয়েছে।)
FAQs of Article:
What Are Articles?
Noun বা Pronoun কে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে প্রকাশ করার জন্য a. an, the কে ইংরেজিতে Article বলে।
Indefinite ও Definite আর্টিকেল কি?
A এবং An কে Indefinite Article এবং The-কে Definite Article বলে। কার্য ও উৎপত্তি অনুযায়ী এরা Adjective হিসেবে গণ্য।
What are the 3 types of articles?
In English there are three articles: a, an, and the. Articles are used before nouns or noun equivalents and are a type of adjective.
What is an example of an article in grammar?
A composition is a word that is used to indicate that a noun is a noun without describing it. For illustration, in the judgment Nick bought a canine, the composition indicates that the word doggy is a noun. Papers can also modify anything that acts as a noun, analogous as a pronoun or a noun expression.
When should we not use articles?
We don’t use papers before the names of countries, people, mainlands, metropolises, gutters and lakes.
We don’t use papers before innumerable and abstract nouns used in a general sense.
- Honey is sweet. (NOT: The honey is sweet.)
- Sugar is bad for your teeth.
- Wisdom is better than riches.
- Virtue is its own price.
What are definite and indefinite articles?
Papers are used before nouns or noun coequals and are a type of adjective. The definite composition (the) is used before a noun to indicate that the identity of the noun is known to the anthology. The indefinite composition (a, an) is used before a noun that’s general or when its identity isn’t known.
Sample Questions
1. Use articles where necessary : Put a cross (x) where an article is not needed.
Sincerity is a)-great virtue. b)- – sincere man works properly and get c) desired (2) result. d) great people work sincerely and succeed in making anything e). success. They know f) importance of sincerity. Only to perform g) — task properly is not h) sincerity. The people of our country are not aware (e) of its importance. So, they should be aware of i) importance of j) -sincerity.
Ans. a) a; b) A; c) the; d) The; e) x; f) the; g) a; h) x; i) the; j) x.
2. Use articles where necessary : Put a cross (x) where an article is not needed.
English is a) international language. We feel b) necessity of learning English at every step. This is c) only language of international overseas business, communication, co-operation and d) -co-existence (-). It is essential to receive e) foreign degree or higher education. All f) good jobs need English knowing people. So every educated man should know how to g) communicate in English. To learn and develop .h) skill of English specially for i): students is very important. No j) student should be ignorant () of it.
Ans. a) an; b) the; c) the; d) x; e) a; f) the; g) x; h) the; i) the; j) x. .
3. Use articles where necessary : Put a cross (x) where an article is not needed.
(a) teacher is often compared with (b) architect (). He is called the architect of a nation. He is light of learning and makes (d)- illiterate people worthy () literate citizens of the country. But it is (e) matter of great regret that (f) teachers are not held in due respect in our society. They lead (g) humble life in (h) midst of (i) want. Still (43) they keep the light of (j) burning in order to remove () the darkness of illiteracy and superstitions (P) from the society. education
Ans. a) A; b) an; c) the; d) the; e) a; f) the; g) a; h) the; i) ×; j) ×
4. Use articles where necessary : Put a cross (x) where an article is not needed.
a). 16th December is b) red letter day in the history of Bangladesh. On this day we achieved victory at c) cost of d) bloody battle. Bangladesh came into being as e) independent country. It occupied () a place in the world f) day with due () solemnity (str). We remember h) map. Every year we observe g) -supreme (6) sacrifice () of our heroic sons. The day is i) public holiday. The day begins with gunshot. The national flag is hoisted (উত্তোলিত) on j) -top () of each house.
Ans. a) The; b) a; c) the; d) a; e) an; f)x; g) the; h) the; i) a; j) the.
5. Use articles where necessary : Put a cross (x) where an article is not needed.
When a) great poet, Ferdousi began to write b)-Shahanama, the Sultan promised (fr) him c) piece of gold for each d) verse. When e) epic () was finished, it contained sixty thousand f) verses (). Instead of giving gold coins, he offered the poet only sixty thousand silver g) -coins. The poet refused to take the silver coins and left the court with h)- -broken heart (2). He was i) grieved man. Later on the Sultan realised () that he had made j) blender.
Ans. a) the; b) the; c) a; d) x; e) the; f)x; g) x; h) a; i) a; j) a.
আজ এ পর্যন্তই Article সম্পর্কে। আশা করি তোমরা যদি উপরের আর্টিকেল ভালভাবে পড় তাহলে অবশ্যই উপক্রিত হবে। পরিশেষ কথা হল-আজকের আর্টিকেল ভালো লেগে থাকে তাহলে অবস্যই শেয়ার করে বন্ধুদের যানাতে বুলবে না। ধন্যবাদ সবাইকে।